বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় ভাইভা বোর্ডে ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসিত কিছু রিয়াল ভাইভা প্রশ্নের সংকলন:-
#প্রশ্নসমূহ::
০১। Miscellaneous বানান করুন?
০২। যৌতুক আইন ১৯৮০ সম্পর্কে কি জানেন?
০৩। রাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারী করা যায় কি?
০৪। চুরির সংজ্ঞা দিন?
০৫। চুরি কত প্রকার ও কি কি?
০৬। চুরি ও ডাকাতির পার্থক্য?
০৭। তামাদির ৫ ধারা?
০৬। অব্যাহতি বলতে কি বুঝেন?
০৯। অব্যাহতি ফৌজদারী কার্যবিধির কত ধারায়?
১০। নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মঞ্জুর না করলে কি করবেন?
১১।Respondent শব্দের অর্থ কি? Respondent বানান করুন।
১২। Order ও ডিক্রীর মধ্যে পার্থক্য কি?
১৩।বাটোয়ারা মামলার প্রাথমিক ডিক্রি হয়।
১৪। Further Investigation কি ও কত ধারায়?
১৫। ৯৬ (৩) ধারায় কি বর্ণিত আছে যেক্ষেত্রে আপীল চলে না?
১৬। Criminal case policiniais pisico ?
১৭। জজ কি আসামীকে প্রশ্ন করতে পারে?
১৮। সাক্ষ্য কত প্রকার?
১৯। আরজি খারিজ হলে রিভিশন করতে হবে না আপীল করতে হবে?
২০। ফৌজদারী মামলার জজ কি সাক্ষীদের প্রশ্ন করিতে পারে? যদি পারে তা কত ধারায় মতে?
২১। CR P.C এর ১৯৬, Discharge ও ৯৬ ধারা কি?
২২। AD এর পুরাে ব্যাখ্যা করুন?
২৩। তামাদি আইনের ১৪ ধারায় কি বলা হয়েছে?
২৪। তামাদি আইনে ৫ ধারা ও ৩ ধারায় কি বলা হয়েছে?
২৫। আরজি ফেরৎ কি?
২৬। বর্তমানে ঢাকার CJM এবং CMM কে?
২৭। নালিশী মামলা কোথায় করতে হবে? এবং CR মামলায় বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর বিষয়ে আলােচনা করুন?
২৮। অস্থায়ী নিষেধাজ্ঞা কে জারী করতে পারেন?
২৯। সাধারণ উদ্দেশ্য এবং মৃত্যকালীন ঘােষণা কি ?
৩০। Cr. PC এর ১০৭, ১১৭, ১৪৪ এবং ১৪৫ ধারার মামলা কোন ম্যাজিস্ট্রেটের কোর্টে দায়ের করতে হবে?
৩১। দণ্ডবিধির ৩২৪ ও ৩২৫ ধারার মধ্যে পার্থক্য কি?
৩২। G.D কোন আইনের এবং কত ধারায় করতে হবে?
৩৩। ১৯৮৫ সালের পারিবারিক অধ্যাদেশের ৫ ধারায় কোন কোন মামলা করা যায়?
৩৪। SR Act ১২, ৫৩, ৮, ৯ ও ৪২ ধারা সম্পর্কে কি জানেন?
৩৫।অগ্রক্রয় এর মামলা কয়ভাবে করা যায়? অত্র আইনের ৯৬ ধারায় কি কি সংশােধনী আনা হয়েছে?
৩৬। বার কাউন্সিলের গঠন ও কার্যাবলী বলতে কি বুঝেন?
৩৭। ১৯৮৫ পারিবারিক অধ্যাদেশ আছে কিনা?
৩৮। মার্কেন্টাইল ল’ কি?
৩৯। নন-জিআর মামলা কোথায় করা যায়?
৪০। জামিন এর জন্য কোর্ট ফি কত?
৪১। সময়ের আবেদন নামঞ্জুর হলে কি করতে হবে?
৪২। রিট পিটিশন কোথায় করতে হয়?
৪৩। ডিসকোভারী ৩০ ধারা কি?
৪৪। কি ক্রোক করা যায় না?
৪৫। সার্চ ওয়ারেন্ট কি?
৪৬। ডিক্রি পেলে কি করবেন?
৪৭। ডিসকোভারী কি?
৪৮। অগ্রক্রয় বলতে কি বুঝেন?
৪৯। সেশন জজ, সেশন দায়রা জজ কি?
৫০। EVedince Act-এর ২৫, ২৬ ধারা কি?
৫১। SR-৪২ ধারা সর্ম্পকে বলুন।
৫২। Cause of Action বলতে কি বুঝেন?
৫৩। C.R মামলা করা যায় কিনা?
৫৪। স্বীকার, স্বীকারােক্তি কি?
৫৫। দেঃ কাঃ ১৫১ এবং ফৌঃ কাঃ ৫৬১-ক কি?
৫৬। Injunction দিয়েছে Vacate এর জন্য কি করবেন?
৫৭। টাকা আদায়ের মামলার তামাদী মেয়াদ কত?
৫৮। সানী মোকদ্দমা হলে কি করবেন।
৫৯। Advalorem কোর্ট কি?
৬০। আইন কি?
৬১। CRPC ২৪১ (ক) ২৬৫ ধারা কি?
৬২। Confession কি?
৬৩। পাওনা আদায় মােকদ্দমা কোথায় করতে হয়?
৬৪। বিশেষ ট্রাইব্যুনাল কি?
৬৫। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি কি প্রতিকার পেতে পারে?
৬৬। ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারা কি?
৬৭। দেঃ কাঃ ১১ ধারা ৩৯ আদেশ ১/২ বিধিতে কি আছে?
৬৮। ৪২ ধারা বিষয়ে সুঃ নিঃ প্রতিকার আইনে কি বলা হয়েছে?
৬৯। আপীল কত ধারা দেঃ কাঃ ?
৭০। সংবিধান কাহাকে বলে?
৭১। মৃত্যুকালীন ঘোষণা কি?
৭২। ইস্যু কি?
৭৩। দেওয়ানী কার্যবিধি ২০০ ধারা ও ফৌজদাররি কার্যবিধি ২০০ ধারা কি? ৭৪। দেঃ কাঃ ৩০ ধারা কি?
৭৫। আরজি ফেরত কি?
৭৬। ম্যাজিস্ট্রেট কোর্ট কত প্রকার ।
৭৭। রিট পিটিশন কি কত ধারায়?
৭৮। Mandatory Injunction সর্ম্পকে বলুন।
৭৯। CR Case সর্ম্পকে বলুন।
৮০। যৌতুক আইনের মামলা কত ধারায় করবে?
৮১। ডিক্রী ও রায় কি?
৮২। বাংলাদেশের এটর্নী জেনারেল কে?
৮৩। সাবজুডিস কি?
৮৪। দন্ডবিধির ৪২০ এবং CRPC 420 ধারা সর্ম্পকে বলুন।
৮৫। NI Act এর মামলা এর মামলা কিভাবে করবেন?
৮৬। জবানবন্দী কি?
৮৭। সার্চ ওয়ারেন্ট কি?
৮৮। জামিন বাতিল করলে কি করবেন?
৮৯। ফৌজদারী আদালত কত প্রকার?
৯০। চার্জ গঠন বলতে কি বুঝেন?।
৯১। Suplimentary কি?
৯২। কিশাের অপরাধ এর বিচার কোথায় হয়?
৯৩। দেওয়ানী মামলার স্তরগুলাে বলুন?
৯৪। ADR কি?
৯৬। CRPC 420, 426 ধারায় কি বলা হয়েছে?
৯৭। ১৬১-১৬৪ ধারা কি?
৯৮। Order ও ডিক্রির কি?
৯৯। সমন ও আরজি ফেরত কি?
১০০। সাক্ষ্য আইনের ৩১(১) ধারায় কি আছে?
১০১। ছানী মােকদ্দমা কি?
১০২। ঘােষণামলক মােকদ্দমা কি?
১০৩। Discovery কি?
১০৪। CR Case-GR case এর পার্থক্য কি।
১০৫। C.PC এর ১০, ১১ ধারা কি?
১০৬। NI Act মামলা অর্ন্তভূক্ত কত ধারায় করতে হয় এবং কিভাবে?
১০৭। চার্জ গঠন কি?
১০৮। প্রজাসত্ব আইন কি?
১০৯। সংবিধানের সংজ্ঞা?
১১০। এখতিয়ার বলতে কি বুঝেন?
১১১। ওকালতনামায় কোর্ট ফি কত?
১১২। বন্ড ফি?
১১৩। Common law system সম্পর্কে বলুন?
১১৪। আরজী সংশােধন কি এবং কোন আইনে?
১১৫। Temporany/ Injanction কি ?
১১৬। ফৌজদারী মামলা কত ভাবে দায়ের করা যায়?
১১৭। পারিবারিক অধ্যাদেশ-১৯৮৫ কি?
১১৮। CrPC পূর্ণ অর্থ বলুন?
১১৯। দস্যুতা কখন ডাকাতি হয় ?
১২০। PC-৪২০ ধারায় কি বলা হয়েছে?
১২১। দেঃ মামলা স্থানান্তর সংক্রান্ত ২৪ ধারা কি?
১২২। Order কখন ডিক্রি হয়?
১২৩। অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা কি?
১২৪। ডাকাতি, ছিনতাই কি?
১২৫। CrPC ১৪৪ ধারা কি?
১২৬। W/s কি?
১২৭। আপীল রিভিশন রিভিউ বলিতে কি বুঝেন?
১২৮। Intellectual (মেধা বিকাশ স্বত্ব) আইন কি?
১২৯। Injunction এর প্রকারভেদ ও ব্যাখ্যা করুন।
