প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - মডেল টেস্ট-৪

  বিভাগঃ A

১. কে বাংলাদেশকে ‘ধনসম্পদপূর্ণ নরক’ বা ‘দোজখপুর নিয়ামত’ বলে আখ্যায়িত করেছেন? 

    ক) সম্রাট হুমায়ুন     

    খ) ইবনে বতুতা

    গ) সম্রাট আকবর

    ঘ) কুতুবউদ্দিন আইবেক


২. বাংলায় কার শাসনামলকে ‘মুসলিম শাসনের স্বর্ণযুগ’ বলা হয়? 

    ক) শামসুদ্দীন ইলিয়াস শাহ

    খ) নুসরত শাহ

    গ) আলাউদ্দিন হোসেন শাহ

    ঘ) শামসুদ্দিন ফিরোজ শাহ


৩. ‘মোহাম্মদ হাদী’ কার বাল্য নাম? 

    ক) মুর্শিদ কুলি খান

    খ) আওরঙ্গজেব

    গ) সিরাজউদ্দৌলা

    ঘ) নাজিম-উদ-দৌলা


৪. ঢাকা থেকে বাংলার রাজধানী প্রথমবারের মতো রাজমহলে স্থানান্তর করেন কে? 

    ক) সুবেদার মীর জুমলা

    খ) সুবেদার শাহ সুজা

    গ) সম্রাট আওরঙ্গজেব 

    ঘ) সুবেদার ইসলাম খান


৫. বারো ভূঁইয়াদের পরাজিত করেন কে? 

    ক) সম্রাট জাহাঙ্গীর 

    খ) সম্রাট আকবর

    গ) সুবেদার ইসলাম খান 

    ঘ) নবাব শায়েস্তা খান


৬. মুঘল সম্রাটদের মধ্যে প্রথম কে আত্মজীবনী লিখেন? 

    ক) সম্রাট আকবর 

    খ) সম্রাট বাবর

    গ) পরীবিবি

    ঘ) নবাব শায়েস্তা খান


৭. ‘গ্রান্ড ট্রাংক রোড’ কে নির্মাণ করেন? 

    ক) শের শাহ    

    খ) হুমায়ুন 

    গ) সুবেদার ইসলাম খান 

    ঘ) নবাব মুর্শিদ কুলি খান


৮. ‘সূর্যাস্ত আইন’ কিসের সাথে যুক্ত? 

    ক) দ্বৈতশাসন     খ) সতীদাহপ্রথা

    গ) বিধবাবিবাহ

    ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত


৯. উপমহাদেশে প্রথম কাগজের টাকা চালু করেন কে? 

    ক) লর্ড ক্লাইভ

    খ) লর্ড কর্নওয়ালিশ

    গ) লর্ড ক্যানিং 

    ঘ) লর্ড উইলিয়াম বেন্টিংক


১০. ‘স্বদেশি আন্দোলন’-এর নেতা কে ছিলেন? 

    ক) মহাত্মা গান্ধী 

    খ) অরবিন্দ ঘোষ

    গ) হাজি শরীয়তউল্লাহ 

    ঘ) তিতুমীর


১১. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? 

    ক) এলান অক্টোভিয়ান হিউম

    খ) মি. এটলি

    গ) মোহন দাস করমচাঁদ গান্ধী 

    ঘ) নবাব সলিমুল্লাহ


১২. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? 

    ক) খাজা নাজিমুদ্দিন 

    খ) ইস্কান্দার মির্জা

    গ) আইয়ুব খান

    ঘ) চৌধুরী খালেকুজ্জামান


১৩. ‘মৌলিক গণতন্ত্রের’ প্রবর্তক কে? 

    ক) মওলানা আবদুল হামিদ খান ভাসানী

    খ) আইয়ুব খান

    গ) ইস্কান্দার মির্জা

    ঘ) এ. কে. ফজলুল হক


১৪. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 

    ক) খাজা নাজিমুদ্দিন 

    খ) লিয়াকত আলী খান

    গ) ইস্কান্দার মির্জা

    ঘ) মুহাম্মদ আলী জিন্নাহ


১৫. ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার আসামির সংখ্যা কতজন ছিলেন? 

    ক) ৩৩     খ) ৩৪ 

    গ) ৩৫     ঘ) ৩৬


১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ উপাধি দেন কে? 

    ক) আ. স. ম আবদুর রব

    খ) জেনারেল আইয়ুব খান

    গ) মো. আজফার

    ঘ) এ. কে ফজলুল হক


১৭. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসনে জয়লাভ করে? 

    ক) ১৬০    খ) ১৬৯ 

    গ) ১৬৭     ঘ) ১৭৮


 ১৮. হান্টার কমিশন তথা ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন করেন-

    ক) লর্ড লিটন    খ) লর্ড রিপন

    গ) লর্ড মিন্টো    ঘ) লর্ড হার্ডিঞ্জ


১৯. আলীগড় আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? 

    ক) নওয়াব আব্দুল লতিফ

    খ) অরবিন্দ ঘোষ

    গ) স্যার সৈয়দ আহমেদ খান

    ঘ) হাজি মুহম্মদ মুহসীন


২০. সম্রাট আকবরের জীবনী লিখেন কে? 

    ক) নাদির শাহ    খ) শাহজাহান 

    গ) শেরশাহ    ঘ) আবুল ফজল


বিভাগঃ B

১। ‘তুবরি’ অর্থ কী? 

    ক) চাল    খ) পান

    গ) বাজি    ঘ) অত্যধিক বয়স্ক


২। ‘নীপ’ অর্থ কী? 

    ক) নিয়ম    খ) কদম

    গ) পানি    ঘ) ভাইরাস


৩। ‘পরশ্ব’ অর্থ কী? 

    ক) পরশু     খ) কোকিল

    গ) পরের ধন    ঘ) কোনোটাই নয়


৪। শম্বর অর্থ কী? 

    ক) বাঘ    খ) বিড়াল     

    গ) হরিণ     ঘ) ভেড়া


৫। অনীক শব্দের অর্থ কী? 

    ক) সূর্য     খ) চাঁদ 

    গ) যুদ্ধক্ষেত্রে    ঘ) সৈনিক


৬। ‘বিদিত’ এর বিপরীত শব্দ কোনটি? 

    ক) গৃহীত     খ) অজ্ঞাত 

    গ) বিদীর্ণ     ঘ) ঘৃণ্য


৭। ‘ঋজু’ শব্দের বিপরীত শব্দ কোনটি? 

    ক) সরল    খ) গরল

    গ) বঙ্কিম    ঘ) ভঙ্গুর


৮। অলীক শব্দের বিপরীত শব্দ কোনটি? 

    ক) সত্য    খ) মিথ্যা 

    গ) আশা     ঘ) নিরাশা


৯। ‘আঁঠি’ এর বিপরীত শব্দ কোনটি? 

    ক) তুলা    খ) শাঁস

    গ) বাশ    ঘ) ষাঁড়


১০। ‘কর্কশ’ শব্দের বিপরীত শব্দ কী? 

    ক) কোমল    খ) কঠিন 

    গ) রুষ্ট     ঘ) তুষ্ট


১১। চন্দ্র-এর সমার্থক শব্দ কোনটি? 

    ক) রজনিকান্ত    খ) অদিতি 

    গ) অম্বু    ঘ) সলিল


১২। ‘সূর্য’-এর সমার্থক শব্দ কোনটি? 

    ক) অনিল    খ) অর্ঘমা

    গ) নিশা    ঘ) দহন


১৩। ‘মেঘ’-এর সমার্থক শব্দ কোনটি? 

    ক) তোদয়    খ) বারি

    গ) তটিনী     ঘ) বারিধি


১৪। ক্রিয়ার ভাব কয় প্রকার? 

    ক) ৪     খ) ৩ 

    গ) ৬     ঘ) ২


১৫। ‘মনি বই লিখছে’ এটি কোন কাল? 

    ক) অতীতকাল

    খ) ঘটমান বর্তমানকাল

    গ ০ সাধারণ বর্তমানকাল 

    ৪। ঘটমান ভবিষ্যৎ


১৬। ‘প্রদীপ নিভে গেল’ এটি কোন অতীতকাল? 

    ক) পুরাঘটিত     খ) সাধারণ 

    গ) নিত্যবৃত্ত    ঘ) ঘটমান


১৭। কোনটি যৌগিক বাক্য? 

    ক) তিনি ধনী, কিন্তু কৃপণ

    খ) শামিম বই পড়ে? 

    গ) রহিমা বই পড়ে, করিম দেখে 

    ঘ) যত চাও, তত লও


১৮। কোনটি বাক্যের গুণাবলি নয়? 

    ক) আকাঙ্ক্ষা     খ) আসক্তি 

    গ) আসত্তি    ঘ) যোগ্যতা


১৯। কোন বাক্যটি ভুল? 

    ক) দশচক্রে ঈশ্বর ভূত 

    খ) দশের লাঠি একের বোঝা 

    গ) শিক্ষকগণ এখানে উপস্থিত ছিলেন 

    ঘ) সকল ছাত্র উপস্থিত


২০। কোন বাক্যটি শুদ্ধ? 

    ক) পরীক্ষা চলাকালীন সময়ে কথা বলা অনুচিত 

    খ) পরীক্ষা চলার সময়ে কথা বলা অনুচিত 

    গ) নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা কর

    ঘ) সকল ছাত্ররা মাঠে বল খেলে।


বিভাগঃ C

১. Choose the correct option:


ক. What means this word?


খ. What does mean this word?


গ. What does this word mean?


ঘ. What is this word mean?


২. He had been at the orphanage--he was four.


ক. only খ. since


গ. due to ঘ. during


৩. By 9 o'clock we--our homework.


ক. have finished


খ. are finished


গ. will have finish


ঘ. will have finished


৪. He watched the boat--down the river.


ক. to float খ. was floating


গ. floating ঘ. had floated


৫. Only after I--home, did I remember my doctor's appointment.


ক. going খ. went


গ. gone ঘ. go


৬. Neela--her hand when she was cooking dinner.


ক. burnt খ. is burning


গ. will burn ঘ. was burning


৭. They would like--cricket.


ক. play খ. to play


গ. playing ঘ. played


৮. He intends to--in the country for two months.


ক. live খ. stay


গ. stop ঘ. halt


৯. Hardly had the train stopped--


ক. before we got down


খ. as we got down


গ. when we got down


ঘ. than we got down


১০. The students did not stop--in the classroom.


ক. to talk খ. talking


গ. talked ঘ. to talked


১১. The man is so ill that he--not walk for a while.


ক. can খ. could


গ. did ঘ. was


১২. He talked as if he had--everything.


ক. known খ. were


গ. knew ঘ. none


১৩. He used to--.


ক. walk খ. walking


গ. a & b ঘ. none


১৪. Some days--since my father died.


ক. are passed খ. passed


গ. have passed ঘ. had passed


১৫. Some days--since my father had died.


ক. are passed খ. passed


গ. have passed ঘ. had passed


১৬. It's time--your mistake.


ক. you realized


খ. you will realized


গ. you have realized


ঘ. realized


১৭. Noise pollution can not be--.


ক. easy, avoid


খ. easily, avoided


গ. easy, avoided


ঘ. easier, avoid


১৮. Rishan walks as if he--lame.


ক. is খ. was


গ. were ঘ. has


১৯. I would like to--this place.


ক. leave খ. leaving


গ. left ঘ. had left


২০. I am looking forward--you.


ক. to seeing খ. seeing


গ. to see


ঘ. to have seen


বিভাগঃ D

১। ১২.৫০ টাকার একটি জিনিস দোকানদার আপনার কাছে ১০ টাকায় বিক্রয় করলে, আপনাকে শতকরা কতভাগ রেয়াত দেওয়া হলো?


ক. ২% খ. ২.৫%


গ. ২০% ঘ. ২৫%


২। ৪০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১টি কলার বিক্রয়মূল্য কত?


ক. ৮ টাকা খ. ৭ টাকা


গ. ৬ টাকা ঘ. ৫ টাকা


৩। চিনির মূল্য ২০% কমল, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়ল বা কমল?


ক. ১% খ. ২% গ. ৩% ঘ. ৪%


৪। কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?


ক. ২৪ জন খ. ২৫ জন


গ. ২৬ জন ঘ. ২৩ জন


৫। কোনো পরীক্ষায় ৯০% পরীক্ষার্থী ইতিহাসে এবং ৮৫% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। যদি উভয় বিষয়ে কোনো ফেল না করে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে, তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল?


ক. ২৫০ জন খ. ৩০০ জন


গ. ৩৫০ জন ঘ. ৪০০ জন।


৬। কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা। শতকরা সুদের হার কত?


ক. ৭% খ. ৬%


গ. ৪% ঘ. ৫%


৭। ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?


ক. ৬% খ. ৫%


গ. ১০% ঘ. ১২%


৮। বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?


ক. ৪% খ. ৪. ১/২%


গ. ৫% ঘ. ৬%


৯। ৮% সরল মুনাফায় ৬,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোনো সরল হারে বিনিয়োগে ১০,০০০ টাকার ৩ বছরের ওই মুনাফা হবে?


ক. ০.১ খ. ০.১২


গ. ০.০৯ ঘ. ০.০৮


১০। ২০টি কমলার ২০% পচা হলো, ভালো কমলার সংখ্যা কত?


ক. ১০টি খ. ৪টি


গ. ৫টি ঘ. ১৬টি


১১। কোনো কারখানার কর্মীদের জনপ্রতি দৈনিক বেতন ১০০ টাকা। মন্দার কারণে ৫০% কমানো হয়েছিল। সম্প্রতি দৈনিক মজুরি ৬০ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত?


ক. ১৬০ টাকা খ. ১১০ টাকা


গ. ৮০ টাকা ঘ. ৬০ টাকা


১২। কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে ওই বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?


ক. ১০% খ. ২০%


গ. ৩৬% ঘ. ৪০%


১৩। কোনো পরীক্ষায় ২০০ জনের মধ্যে ৭০% বাংলায়, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে কতজন ফেল করে?


ক. ১০ খ. ১৫


গ. ২৫ ঘ. ২০


১৪। কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছর শেষে লোকসংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?


ক. ২৮০০ খ. ২৯০০


গ. ৩০০০ ঘ. ৩০৫০


১৫। মি রেজা তাঁর সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭,২০,০০০ টাকা মেয়েকে দিলেন। তাঁর সম্পদের মোট মূল্য কত?


ক. ২৪,০০,০০০


খ. ২০,০০,০০০


গ. ১৬, ০০,০০০


ঘ. ১২,০০,০০০


১৬। একটি ক্লাবের ৮০% সদস্য পুরুষ। পুরুষ সদস্যদের মধ্যে ৫০% পেশায় ডাক্তার, ৩০% পেশায় ইঞ্জিনিয়ার এবং বাকি ৪০ জন ব্যবসায়ী। ওই ক্লাবের মোট সদস্য কত?


ক. ১০০ খ. ২০০


গ. ২৫০ ঘ কোনোটিই নয়


১৭। ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০০ টাকা। ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাব ধরা হয়। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?


ক. ৯৪ খ. ১০৪


গ. ১১৪ ঘ. ১২৪


১৮। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয়, তবে ক্ষেত্রফল কত?


ক. √3 a2/4


খ. 9 a2/4


গ. 4 a2/3


ঘ. কোনোটিই নয়


১৯। 2x+ 2 x= 3 হলে, x3 +1 x3 +2 =?


ক. ৫ খ. ৭


৮ ৮


গ. ৯ ঘ. ১১


৮ ৮


২০। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?


ক. ৯৭ খ. ১৯


গ. ২৯ ঘ. ৮৯


উত্তর






বিভাগঃ A

১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. খ  ৭. ক ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. গ  ২০. ঘ


বিভাগঃ B

১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ. ৬. খ ৭. গ ৮. ক ৯. খ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. খ


বিভাগঃ C

১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. খ ৯. গ ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. ক।


বিভাগঃ D

১. গ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. গ. ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. ঘ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম