শুরুটা হয়েছিল ৬/৭ বছর আগে...এভাবে...এক রিয়েল এস্টেট কোম্পানির মালিকের রুমে বসে চা খাচ্ছিলাম। চা খেতে খেতে বুঝতে পারছিলাম উনি সেই রকম বিরক্ত ছিল কোনও একটা বিষয় নিয়ে। আমি চা খেতে খেতে বললাম, ‘আঙ্কেল বিষয় কি... এতো টেন্সড কেনও’? উনি উত্তর দিলেন, ‘আর বলওনা... আজকে এক জমির মালিকের সাথে এগ্রিমেন্ট হবার কথা কিন্তু লাস্ট মুহূর্তে এসে প্যাচ লেগে গেছে। বড় একটা প্রোজেক্ট এটা, নাম দিয়েছি ‘বাড্ডা টাওয়ার’ কিন্তু জমির মালিক ‘নজর আলী’ চাচ্ছে বিল্ডিং এর নাম তার নামে হবে। এখন এতো সুন্দর একটা প্রোজেক্ট এর নাম যদি দিতে হয় ‘নজর আলী টাওয়ার’ তাহলে কেমনে মার্কেট করবো এই প্রোডাক্ট?’ আমি বললাম এক কাজ করেন, প্রোজেক্টের নাম দেন ‘নজরভ্যালী’। আলী সাহেব খুশি ...পটেন্সিয়াল মার্কেট ও খুশি!
হ্যাঁ... সেদিন খুশি খুশিএগ্রিমেন্টটা হয়েছিল। তারপর থেকে আমার কাছে এরকম এসাইন্টমেন্ট আসতে শুরু করলো। কখনও ‘রুস্তম আলী’ সাহেবের জমিকে কখনো ‘RUS Eglantine’ বানাচ্ছি তো কখনও ‘ছাদেকুল হেম্মত সাহেবের’ জমিকে বানাচ্ছি ‘SDK-হেনা’
বিশ্বাস করেন আর নাই করেন, এই ছোট ইস্যুটার জন্যই মাঝে মাঝে কোটি টাকার এগ্রিমেন্টে প্যাঁচ লেগে যায়। আর প্যাঁচ খুলতে আমাদের রীতিমতো জান বের হয়ে যায়। (কিছু করতে না পেরে দেখা যায় শেষে লুকিয়ে লুকিয়ে ‘ফ্রেঞ্চ ফুলের নাম’র বই ঘাঁটছি!
আমাদের নেক্সট জেনারেশন, যারা রিয়েল এস্টেট বিজনেস এ থাকবে তাদেরকে খুব সম্ভবত আমাদের মত এরকম সমস্যায় পড়তে হবে নাহ। আজকের জেনারেশনের সুন্দর সুন্দর নামগুলোই বাঁচিয়ে দিবে আগামীকালকের রিয়েল এস্টেট বিজনেসম্যানদের। আজকে এই স্ট্যাটাসটা দাওয়ার একটা উদ্দেশও আছে। আমার সবচেয়ে কাছের বন্ধু Mashfiqur Rahman এর পুত্র সন্তান হয়েছে গত মাস -ফেব্রুয়ারিতে।সে তার খুব সুন্দর একটাভাল নাম রেখেছে (এই মুহূর্তে অবশ্য ভাল নামটা মনে পড়ছে নাহ :p) আর ডাক নামরেখেছে ‘বর্ণ’। অনেকেই জিজ্ঞেস করছে ‘পুরো নামের অর্থ কি রে ব্যাটা?’ সে উত্তর দিয়েছে ‘অর্থ দেখে নাম রাখিনি... আমার ছেলেই বড় হয়ে নামের অর্থ দিবে’। তার রুস্তমি উত্তর দেখে খুব ভাল লাগলো... খুব
আশা করি ...এই সুন্দর নামের নামের মানুষগুলোও সুন্দর মনের অধিকারী হবে। হেম্মতি ঘাউরা হবে নাহ :p
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]
হ্যাঁ... সেদিন খুশি খুশিএগ্রিমেন্টটা হয়েছিল। তারপর থেকে আমার কাছে এরকম এসাইন্টমেন্ট আসতে শুরু করলো। কখনও ‘রুস্তম আলী’ সাহেবের জমিকে কখনো ‘RUS Eglantine’ বানাচ্ছি তো কখনও ‘ছাদেকুল হেম্মত সাহেবের’ জমিকে বানাচ্ছি ‘SDK-হেনা’
বিশ্বাস করেন আর নাই করেন, এই ছোট ইস্যুটার জন্যই মাঝে মাঝে কোটি টাকার এগ্রিমেন্টে প্যাঁচ লেগে যায়। আর প্যাঁচ খুলতে আমাদের রীতিমতো জান বের হয়ে যায়। (কিছু করতে না পেরে দেখা যায় শেষে লুকিয়ে লুকিয়ে ‘ফ্রেঞ্চ ফুলের নাম’র বই ঘাঁটছি!
আমাদের নেক্সট জেনারেশন, যারা রিয়েল এস্টেট বিজনেস এ থাকবে তাদেরকে খুব সম্ভবত আমাদের মত এরকম সমস্যায় পড়তে হবে নাহ। আজকের জেনারেশনের সুন্দর সুন্দর নামগুলোই বাঁচিয়ে দিবে আগামীকালকের রিয়েল এস্টেট বিজনেসম্যানদের। আজকে এই স্ট্যাটাসটা দাওয়ার একটা উদ্দেশও আছে। আমার সবচেয়ে কাছের বন্ধু Mashfiqur Rahman এর পুত্র সন্তান হয়েছে গত মাস -ফেব্রুয়ারিতে।সে তার খুব সুন্দর একটাভাল নাম রেখেছে (এই মুহূর্তে অবশ্য ভাল নামটা মনে পড়ছে নাহ :p) আর ডাক নামরেখেছে ‘বর্ণ’। অনেকেই জিজ্ঞেস করছে ‘পুরো নামের অর্থ কি রে ব্যাটা?’ সে উত্তর দিয়েছে ‘অর্থ দেখে নাম রাখিনি... আমার ছেলেই বড় হয়ে নামের অর্থ দিবে’। তার রুস্তমি উত্তর দেখে খুব ভাল লাগলো... খুব
আশা করি ...এই সুন্দর নামের নামের মানুষগুলোও সুন্দর মনের অধিকারী হবে। হেম্মতি ঘাউরা হবে নাহ :p
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]
