একজন ইনবক্স করিল-৪

একজন ইনবক্স করে বলল, ‘আরিফ ভাইয়া, আপনাকে কেনও জানি আমার খুব ভাল লাগে’

আমি বললাম, “ভাল লাগতেই পারে... সমস্যা কি তাতে”?

‘ভাইয়া আমি ইউ.এস.এ তে থাকি’

আমি বললাম, “ওয়েল, তাতেও বা সমস্যা কি :p ব্রাদারলি ভাল লাগতেই পারে”!!

ভাইয়া ইয়ে... আমি না একটা APP (Application software for specific purposes) বানিয়েছি; যেটা দিয়ে ‘আভ্র সফটওয়ার’ ছাড়াই ফেসবুকে বাংলা লেখা যায়। আপনি একটু ট্রাই করে দেখেন তো কেমন হয়েছে
... আপনাকেই প্রথম জানালাম!

ইউ.এস.এ তে থাকে এই পিচ্চি ছেলে Dipu Zaman, এই বয়সে, ক্লাব-পাব বাদ দিয়ে ‘যেকোনওও পিসি থেকে যেনও বাংলা ভাষা ব্যবহার করা যায়’ এরকম একটা এপ্ বানিয়েছে আর সে এটা আমাকে নক করে ইনিয়ে বিনিয়ে বলেছে, এর থেকে আর গর্বের বিষয় কি থাকতে পারে?

এপ্ টা ব্যবহার করে দেখলাম... চমৎকার জিনিষ। যদিও এই মুহূর্তে এটা শুধুমাত্র পিসি এবং ম্যাক থেকে ব্যাবহার করা যাচ্ছে। এনরোয়েডে ফন্ট ঠিক মতো দেখায় না আর আইফোনের উপর এখনও কাজ চলছে। এটা আপাথত শুধু মাত্র ফেসবুকের জন্য + কেউ চাইলে এটাকে নোট প্যাড বানিয়ে বাংলা লেখার কাজটা সেরে নিতে পারেন, তারপর যায়গা মতো পেস্ট করে দিতে পারেন। যে কোনওও পিসি থেকে এটা দিয়ে বাংলা টাইপ করা যাবে; ‘অভ্র বা বিজয়’ এর মত কোন বাংলা সফটওয়্যার দরকার নাই। তারা এটার নাম দিয়েছে ‘বাংলা ভাই’

অপরিচিত, দেশে-বিদেশের যে কোনও পিসি তে বসেই এটা দিয়ে বাংলায় স্টেটাস আপডেট করা যাবে অথবা ফ্রেন্ডদের ওয়ালেও পোস্ট করা যাবে। চাইলে একাধিক ফ্রেন্ড সিলেক্ট তাঁদের ওয়ালে ম্যাস পোস্টও করা যাবে, বাংলায়।

এই এপ্ নিয়ে আরও কোনও জিজ্ঞাসা থাকলে ওকে জিজ্ঞেস করে নিলেই হবে। আমি শিওর, আমাদের যথাযথ ফিডব্যাক ওকে, ‘লক্ষ এপ্সের ভিড়ে এটাকে সেইই রকম একটা এপ্লিকেশন সফটওয়ার এ পৌঁছে দিতে সাহায্য করবে’

ওকে আমি কি বলে সাধুবাদ জানাবো জানি নাহ। শুধু এটা বলতে পারি যে, "আসছে ২১ এ ফেব্রুয়ারি তে আমাদের ধন্যবাদ জানানর জন্য আরেকটি নতুন মুখ যোগ হল"

অন্যরা ওকে কি নামে ডাকবে জানি না... আমি আজকে থেকে ওকে 'দিপু নাম্বার ওয়ান' বলে ডাকবো।

"দিপু নাম্বার ওয়ান, ভাল আছো বেটা?"

[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 14 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম