“আরিফফ, তোর ফুঁপা মিরপুর ১০ নম্বর বাজার থেকে ৪ কেজি গরুর মাংস কিনে এনেছে গত রাতে। মাংস ধুতে যেয়ে দেখি একটা টুকরার উপরে আল্লাহু লেখা। বুঝ অবস্থা”
আমি ফোনে বললাম, ‘বল কি ফুপু… তুমি তো বিখ্যাত হয়ে গেলে’।
“তুই তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে আয়। তুই ছবি তুলে ইন্টারনেটে দিবি তাহলে নিউজটা তাড়াতাড়ি ছড়াবে। তুই বাসায় আয় দ্রুত"
‘অফিস শেষ করেই এসে পড়ব... মাংসের পটলায় হাত দিও না আমি না আসা পর্যন্ত’
“হাত দিব না মানে? তোর ফুফা তো মসজিদের আলেম সাহেব কে সকালে নিয়ে এসেছে। উনি ড্রয়িং রুমে বসে, মেগ্নিফায়িং গ্লাস দিয়ে একটা একটা করে মাংসের টুকরা দেখছে আর একটু পর পর সুবহানাল্লাহ বলে চিৎকার দিচ্ছে”
‘বল কি! ওয়েট... আমি এখনই রওনা দিচ্ছি। ইনশালাহ আলেম সাহেব ৪ কেজি মাংসের টুকরা দিয়ে পাজেল এর মত করে পুরো সূরা মিলিয়ে ফেলার আগে আমি এসে পড়ব’
“তোর টিভিতে পরিচিত কেউ থাকলে নিয়ে আসিস”
‘হানিফ সংকেত সাহেবের সাথে ভাল খাতির আছে আমার... উনাকে নিয়ে আসি?’
“উনি তো ধার্মিক না... দাড়ি নাই! দাড়ি ছাড়া লোক আসলে তো প্যাঁচ লাগায় দিবে! ... তুই কি বলিস??”
‘ফুপু, আমার ও তো দাড়ি নাই’ :/
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]
আমি ফোনে বললাম, ‘বল কি ফুপু… তুমি তো বিখ্যাত হয়ে গেলে’।
“তুই তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে আয়। তুই ছবি তুলে ইন্টারনেটে দিবি তাহলে নিউজটা তাড়াতাড়ি ছড়াবে। তুই বাসায় আয় দ্রুত"
‘অফিস শেষ করেই এসে পড়ব... মাংসের পটলায় হাত দিও না আমি না আসা পর্যন্ত’
“হাত দিব না মানে? তোর ফুফা তো মসজিদের আলেম সাহেব কে সকালে নিয়ে এসেছে। উনি ড্রয়িং রুমে বসে, মেগ্নিফায়িং গ্লাস দিয়ে একটা একটা করে মাংসের টুকরা দেখছে আর একটু পর পর সুবহানাল্লাহ বলে চিৎকার দিচ্ছে”
‘বল কি! ওয়েট... আমি এখনই রওনা দিচ্ছি। ইনশালাহ আলেম সাহেব ৪ কেজি মাংসের টুকরা দিয়ে পাজেল এর মত করে পুরো সূরা মিলিয়ে ফেলার আগে আমি এসে পড়ব’
“তোর টিভিতে পরিচিত কেউ থাকলে নিয়ে আসিস”
‘হানিফ সংকেত সাহেবের সাথে ভাল খাতির আছে আমার... উনাকে নিয়ে আসি?’
“উনি তো ধার্মিক না... দাড়ি নাই! দাড়ি ছাড়া লোক আসলে তো প্যাঁচ লাগায় দিবে! ... তুই কি বলিস??”
‘ফুপু, আমার ও তো দাড়ি নাই’ :/
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]
