একজন ইনবক্স করলো, ‘উস্তাদ একটা ফেসবুক পেইজ খুলে ফেললাম... পপুলার করার উপায় কি?’
আমি বললাম, ৪/৫ টা স্বর্ণসূত্র এই মুহূর্তে মাথায় আসছে...লেখোঃ
১. একটা 'বিকিনি পরা সুন্দরী মেয়ের ছবি নাও' এবং একটা 'বোরখা পরা সুন্দরী মেয়ের ছবি নাও'। ফটোশপে গিয়ে ২ টা ছবিকে একসাথে এড করে নিচে কিছু 'আধ্যাত্মিক কথাবার্তা' লিখে দাও। এইবার পেইজে আপলোড কর আর বল ‘বোরখা পরা মেয়েটাকে ভাল লাগলে লাইক করুন’, ‘বিকিনি পরা মেয়েটাকে ভাল লাগলে কমেন্ট করুন’। পেইজ হিট!!
২. আকাশে, বাতাসে, গরুর গায়ে, মুরগীর মাথায়, পাতায়, রুটির মধ্যে আল্লাহ লেখা ছবি আপলোড দিতে পারেন। তারপর কিছু নাস্তিক বিরোধী কথা লেখেন। এরপর বলিবা ‘আল্লাহ এর কুদরতের জন্য কয়টা লাইক??’ দেখিবা সুবহানাল্লাহ পোস্ট কমেন্টে ভাসমান হয়ে গেছে... লাইকের কথা আর নাই বললাম।
৩. শুক্রবার আসলেই পিচ্চি একটারে জায়নামাজে বসিয়ে দাও এবং বলও, ‘যারা যারা নামাজ পরবেন লাইক দেন’। জুম্মার নামাজ বইলা কথা... লাইকের সুনামি আসিয়া পড়িবে
৪. তারপর, মনে করো ‘সালমান শাহ’ ভাল প্রোডাক্ট। উনার জনপ্রিয়তা ব্যবহার করে কিছু লাইক কামিয়ে নিতে পার। ফ্যানদের বলিবে... যাদের 'সালমান শাহ' এর অভিনয় ভাল লাগতো তারা লাইক দেন। আবার এই চান্সে, সাকিব খানের ছবি আপলোড দিয়া বলতে পারো, এই ১ লাইক = ১০ থাপ্পর।
৫। ইধানিং ‘সোহেল তাজ’ ভালো মার্কেট পাচ্ছে। দুই সরকারের দুই প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি পাশাপাশি রাখিয়া বলও যে, ‘বাবরকে বস্তায় ভরিয়া পুনরায় পিটাইতে চাইলে লাইক দেন’ আর ‘তাজ কে ছাড়া বাকি সবাইকে বস্তার ভিতরে দেখিতে চাইলে কমেন্ট দেন’। মাশাল্লাহ... যে পরিমান লাইক আসিবে তাতে, নির্বাচন কমিশনারের আরশ কাপিয়া উঠিবে।
আজকে এই পর্যন্তই না হয় থাক!
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 14 November 2012]
আমি বললাম, ৪/৫ টা স্বর্ণসূত্র এই মুহূর্তে মাথায় আসছে...লেখোঃ
১. একটা 'বিকিনি পরা সুন্দরী মেয়ের ছবি নাও' এবং একটা 'বোরখা পরা সুন্দরী মেয়ের ছবি নাও'। ফটোশপে গিয়ে ২ টা ছবিকে একসাথে এড করে নিচে কিছু 'আধ্যাত্মিক কথাবার্তা' লিখে দাও। এইবার পেইজে আপলোড কর আর বল ‘বোরখা পরা মেয়েটাকে ভাল লাগলে লাইক করুন’, ‘বিকিনি পরা মেয়েটাকে ভাল লাগলে কমেন্ট করুন’। পেইজ হিট!!
২. আকাশে, বাতাসে, গরুর গায়ে, মুরগীর মাথায়, পাতায়, রুটির মধ্যে আল্লাহ লেখা ছবি আপলোড দিতে পারেন। তারপর কিছু নাস্তিক বিরোধী কথা লেখেন। এরপর বলিবা ‘আল্লাহ এর কুদরতের জন্য কয়টা লাইক??’ দেখিবা সুবহানাল্লাহ পোস্ট কমেন্টে ভাসমান হয়ে গেছে... লাইকের কথা আর নাই বললাম।
৩. শুক্রবার আসলেই পিচ্চি একটারে জায়নামাজে বসিয়ে দাও এবং বলও, ‘যারা যারা নামাজ পরবেন লাইক দেন’। জুম্মার নামাজ বইলা কথা... লাইকের সুনামি আসিয়া পড়িবে
৪. তারপর, মনে করো ‘সালমান শাহ’ ভাল প্রোডাক্ট। উনার জনপ্রিয়তা ব্যবহার করে কিছু লাইক কামিয়ে নিতে পার। ফ্যানদের বলিবে... যাদের 'সালমান শাহ' এর অভিনয় ভাল লাগতো তারা লাইক দেন। আবার এই চান্সে, সাকিব খানের ছবি আপলোড দিয়া বলতে পারো, এই ১ লাইক = ১০ থাপ্পর।
৫। ইধানিং ‘সোহেল তাজ’ ভালো মার্কেট পাচ্ছে। দুই সরকারের দুই প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি পাশাপাশি রাখিয়া বলও যে, ‘বাবরকে বস্তায় ভরিয়া পুনরায় পিটাইতে চাইলে লাইক দেন’ আর ‘তাজ কে ছাড়া বাকি সবাইকে বস্তার ভিতরে দেখিতে চাইলে কমেন্ট দেন’। মাশাল্লাহ... যে পরিমান লাইক আসিবে তাতে, নির্বাচন কমিশনারের আরশ কাপিয়া উঠিবে।
আজকে এই পর্যন্তই না হয় থাক!
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 14 November 2012]
