কোন শপিংমলে গেছেন কিন্তু পিচ্চিদের জ্বালায় ঠিক মত কেনা কাটা করতে পারছেন না??? :::
Solution: শপিংমলের বেবি সেকশনে যেয়ে, সুবিধামত কোন একটা আইটেম কিনবেন কিনবেন ভাব নিয়ে হাসি মুখে সেলসম্যান কে বলবেন, can my baby give it a try? তারপর, ওখানে বসায়ে দিয়ে আস্তে করে কাট মারবেন। পাক্কা দুই ঘন্টা পরে এসে ওকে ঊঠায়ে নিলেই হবে।
বেবি পিক আপ করতে না ভূলে গেলে এটা অনেক এফেক্টিভ একটা বুদ্ধি!
Solution: শপিংমলের বেবি সেকশনে যেয়ে, সুবিধামত কোন একটা আইটেম কিনবেন কিনবেন ভাব নিয়ে হাসি মুখে সেলসম্যান কে বলবেন, can my baby give it a try? তারপর, ওখানে বসায়ে দিয়ে আস্তে করে কাট মারবেন। পাক্কা দুই ঘন্টা পরে এসে ওকে ঊঠায়ে নিলেই হবে।
বেবি পিক আপ করতে না ভূলে গেলে এটা অনেক এফেক্টিভ একটা বুদ্ধি!
**(আমি অবশ্য পিক আপ করতে হাল্কা ভুলে গিয়েছিলাম ... দুই হাতে শপিং ব্যাগ সহ হাসিখুশি টেক্সিতে উঠার আগ মুহূর্তে বউ যখন চিৎকার দিয়ে জিজ্ঞেস করল যে, "আরিফফফ ছোটটা কোথায়"? তখন বউ কে, ‘সারপ্রাইজ দিলাম’ এরকম ভাব নিয়ে, আলা-জিব্বায় কামড় দিয়েই দিলাম দৌড়, পিচ্চি কে পিকআপ করতে)
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে।]
