মেয়েদের জন্য পাত্র সংকট

বউ বলল, ‘দেশ যেভাবে দুর্নীতিগ্রস্থ হয়ে যাচ্ছেআগামী ২০ বছর পর তো ভাল ছেলে পাওয়াই যাবে নাহ। আমরা আমাদের দুই মেয়ের জন্য পাত্র কোথায় পাব?’
আমি গম্ভীর মুখে বললাম, “ঠিক বলেছো তো। যদিও এখনও ৩/৪ টা ভাল পাবলিক আছেতার মধ্যে আবার তুমি একটাকে দেখি বিয়ে করে ফেলেছ। ২০ বছর পরে তো আসলেই থাকবে নাহ

আরিফফআমি ফাইযলামি করছি নাহ... সিরিয়াস... তোমরা সব ছেলেরাই এক রকম’... কোনও কথা সিরিয়াসলি নাও না :@

ভাল কথা মনে করেছআচ্ছা তুমি কি জানো, ‘তোমরা সব ছেলেরাই এক রকম’ এই ডায়লগের উপত্তি কোথায়এই ডায়লগের উপত্তি হল চায়নায়। ভরা বাজারে এক মহিলার চাইনিজ স্বামী হারিয়ে গিয়েছিল। মহিলা উনাকে চাইনিজদের মাঝে হন্য হয়ে খুঁজতে খুঁজতে এই ডায়লগ ছেড়েছিলেন। আর আমরা বাংলাদেশিরা কিনা এই ডায়লগের অপপ্রয়োগ করছি!

সিরিয়াস হবে না?’

আচ্ছা যাওসিরিয়াস কথা বলিএই যে, ‘হলমার্ক দুর্নীতি’... তারপরে মনে করো, ‘ডেস্টিনি কেলেঙ্কারি’... ‘দশ ট্রাক অস্ত্র মামলা’ ইত্যাদি দেখে কি বুঝা যায়না দেশে ভাল মানুষের সংখ্যা বাড়ছে?

মানে???????’

শুনোএই সবগুলো ঘটনারই গোমর ফাঁস করেছে কিন্তু এরকম অমুক একজন’ ‘তমুক একজন’ ভাল মানুষএখনন না মনেকরো পত্রিকাওয়ালারা এটা নিয়ে লাফাচ্ছেকিন্তু আদতে ঘটনাগুলো ফাঁসের পিছনে ছিল কিছু মহ মানুষ। ইচ্ছে করলে এই একজন’ ‘একজন’ মানুষগুলোর মুখ খুব সহজেই টাকা দিয়ে বন্ধ করে ফেলা যেত। যেমনহলমার্কের ঘটনা ফাঁসের মুলে ছিল মাসরুরুল হুদা সিরাজী” নামের একজন। তুমি কি মনে করো দুর্নীতিবাজরা একে টাকা অফার করেনি৫০ কোটি... ৩০ কোটি...১৫ কোটি টাকার লোভকে উপেক্ষা করে যে একজন’ ‘একজন’ এগিয়ে এসেছিলএরা কি মহ মানুষ নয়?”

যা বলতে চাচ্ছি তা হলতারমানে দেশে এখনও মহ মানুষ আছে... আর এদের সংখ্যা দিন দিন বাড়ছে... কারন... দিন দিন দুর্নীতি বেশী প্রকাশ পাচ্ছে"

সুতরাং চিন্তা করো নাআজ হয়ত সিরাজী ফ্যামিলি’ লুকিয়ে আছে... কিন্তু আগামী ২০ বছর পর ইনশাল্লাহ এরকম একজন’ ‘একজন’ মানুষগুলো প্রকাশ্যেই থাকবে

সুতরাংআমার দুই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার মত ফ্যামিলির অভাব মনে হয় থাকবে না ততদিনে... ইনশাল্লাহ

[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম