আমার মেয়ের ব্রিটিশ এক্সেন্ট

বড় মেয়ে Nameera কে, ঢাকা শহরের সবচেয়ে দামি স্কুলে পড়ানর পরেও, বাসায় বুয়াদের কাছ থেকে সে ভুল উচ্চারন শিখছে। যেমন, কাল রাতে; সে বেলুন দিয়ে খেলছে, খেলতে খেলতে বেলুন আমার কাছে এসে পরায় সে বললো; “বাবা পাস মি দ্যা বিলুনন প্লিজ”

বাপ-চাচার ইংলিশ ডিগ্রি থাকার পরেও সে, বেলুনকে ‘বিলুনন’ বলবে... এটা তো মেনে নেয়া যায় না।

মেয়েকে কাছে ডেকে নিয়ে বললাম, “বাবা এটা বিলুন না... বলো, ব্যালুউউন”

‘ব্যালুউউন’

“ভেরি গুড ... যাও খেলা কর”

একটু পরে আবার জিজ্ঞেস করলাম, “বাবা এটা কি বলো তো?”

‘ব্যালুইউন’

“গুড গার্ল... ভেরু গুড গার্ল”

রাতে শুতে যাবার আগে বউ কে বললাম, “বুঝলে, মেয়েকে ব্রিটিশ এক্সেন্ট শেখানো শুরু করেছি...”

‘এভাবে ঢং মেরে মেয়েকে নিয়ে একদিন বসলে কিছুই হবে না... প্রতিদিন বসো, তারপর বড় বড় গপ্পো দিও’

“আমার মেয়েকে একটা জিনিষ একবার বললেই হয়; তোমার মত নাকি? গুড নাইট”

সকালে নাস্তার টেবিলে সবার সামনে মেয়েকে জিজ্ঞেস করলাম, “বাবা বলো তো এটা কি”?

সে, ১০ সেকেন্ড চুপ করে থেকে বললো, ‘ব্যাল্লাল’

(খোঁজ নিয়ে জানা গেল, বুয়ার ছেলের নাম বেল্লাল। বউ এর চোখের দিকে না তাকিয়ে, আমি সোজা লিফটের দিকে হাঁটা দিলাম; সাত সকালে বেইজ্জতি হবার কোনও মানে হয় না)

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম