ক্রাইম রিপোর্টার

একটা সাপ্তাহিক পত্রিকা থেকে এক ক্রাইম রিপোর্টার এসেছে... ‘আবাসন শিল্পের সন্ত্রাসবাদ’ নিয়ে তার লেখায় যেন আমি কিছু ইনপুট দেই।

তার লেখা আমি পড়লাম... ভালো লেখেছেন তিনি কিন্তু একটু বেশী নজর দিয়ে ফেলেছেন উনি ‘আগ্নেয়াস্ত্রের উপরে’... আই মিন, ‘সাবজেক্ট’ রেখে উনি ‘প্রেডিকেট’ নিয়ে লাফালাফি করছেন বেশী। ‘কি কি অস্ত্র নিয়ে চাঁদাবাজি হয়’... ‘ কালোবাজারে গুলি কোথায় কিনতে পাওয়া যায়’... ‘কোন অস্ত্রের দাম কেমন’...এসব।

আমি বললাম আপনার লেখায় আমি কি ইনপুট দিব! আপনি তো সুন্দর লেখেছেন মাশাল্লাহ। আর আমার ইনপুট, আপনার থিম এর সাথে যাবে নাহ।

উনি বললেন, একটা লাইন হলেও লেখে দেন প্লিজ... দিতেই হবে!

আমি কফিতে চুমুক দিতে দিতে বল্লামঃ

-যদি, ‘অপরাধ বেড়ে যাওয়ার জন্য আমরা আগ্নেয়াস্ত্র কে দায়ি করে থাকি’... তাহলে... তাহলে... অবশ্যই ‘বানান ভুল হবার জন্যও পেন্সিলকে দায়ি করা উচিত’ -

উনি চোখ বড় করে বললেন, ‘আরিফ ভাই আপনার এই দুই লাইন লেখার কারনে তো এখন আমার আলরেডি লেখে ফেলা ২ পাতা চেইঞ্জ করতে হবে’

আমি আবার কফি তে চুমুক দিতে দিতে বললাম,

আই ওয়ার্নড ইউ জেন্টেলম্যান... হেভএন্ট আই? :p

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম