বিভাগঃ A
১। যে নারীর স্বামী ও পুত্র মৃত তাকে এককথায় বলে—
ক) কুমারী খ) অবীরা
গ) দ্বিপুত্রিকা ঘ) ঊঢ়া
২। যে নারী সুন্দরী, তাকে কী বলে?
ক) ফরসা খ) সুন্দর
গ) রামা ঘ) সাগরিকা
৩। যিনি বক্তৃতাদানে পটু তাকে বলে—
ক) বাকপটু খ) বাগ্মী
গ) সুবক্তা ঘ) অনলবর্ষী
৪। মৃতের মতো অবস্থা যার, তাকে এককথায় কী বলে?
ক) মুমূর্ষু খ) অজ
গ) অনুজ ঘ) জীবিত
৫। যা অস্ত যাচ্ছে, তাকে কী বলে?
ক) উদীয়মান খ) অস্তায়মান
গ) ডুবন্ত ঘ) উদিত
৬। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি?
ক) সাধু খ) চলতি
গ) মিশ্র ঘ) আঞ্চলিক
৭। ‘অদ্য’ কোন ভাষারীতির উদাহরণ?
ক) সাধু খ) চলতি
গ) প্রাকৃত ঘ) কোল
৮। ‘জুতো’ শব্দটি কোন ভাষারীতির?
ক) সাধু খ) কোল
গ) মিশ্র ঘ) চলতি
৯। বাংলা ভাষারীতির কয়টি রূপ?
ক) ২ খ) ৫
গ) ৩ ঘ) ৪
১০। ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে কী বলে?
ক) unit খ) symbol
গ) phonology ঘ) syntax
১১। ‘মাঠে ধান ফলেছে’ বাক্যে ‘মাঠে’ কোন কারক?
ক) ভাবাধিকরণ খ) বিষায়াধিকরণ
গ) কালাধিকরণ ঘ) স্থানাধিকরণ
১২। ‘টাকায় কী না হয়’ বাক্যে ‘টাকায়’ কোন কারক?
ক) করণ কারক
খ) অধিকরণ কারক
গ) অপাদান কারক
ঘ) বিভক্তি
১৩। ‘তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি’—বাক্যে ‘তোমার’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে সপ্তমী
খ) সম্প্রদানে ষষ্ঠী
গ) অপাদানে পঞ্চমী
ঘ) করণে তৃতীয়া
১৪। ‘ছাত্ররা ক্রিকেট খেলে’ এখানে ‘ক্রিকেট’ কোন কারক?
ক) করণ কারক
খ) কর্ম কারক
গ) অধিকরণ কারক
ঘ) সম্প্রদান
১৫। ‘বেলা যে পড়ে এল জলকে চল’। এখানে ‘জলকে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) নিমিত্তার্থে চতুর্থী
খ) কর্ম গ) করণকারক
ঘ) অধিকরণ
১৬। ‘অর্ধচন্দ্র’-এর অর্থ...
ক) অমাবস্যা খ) গলাধাক্কা
গ) কাস্তে ঘ) মূর্খ
১৭। ‘শিকায় ওঠা’ বাগধারা কোনটি?
ক) মরা খ) স্থগিত
গ) লাজুক ঘ) নির্লজ্জ
১৮। ‘চিনির পুতুল’ অর্থ কী?
ক) শ্রমকাতুর খ) শ্রমহীন গ) অস্থির ঘ) কোনটাই নয়
১৯। ‘কেউ কেটা’ বাগধারা দ্বারা বোঝায় কোনটি?
ক) অতি র্নিমম খ) সামান্য
গ) বেশি ঘ) জঘন্য
২০। ‘তুলাধুনা করা’ বাগধারা কোনটি?
ক) দুর্দশাগ্রস্ত খ) ভণ্ড
গ) স্বস্তি ঘ) কোনোটাই নয়
বিভাগঃ B
1. Noun of the word 'simple 'is
ক. Simply
খ. Simplification
গ. Simplicity
ঘ. উভয় খ + গ
২. Which of the following is not a collective noun?
ক. Navy খ. Public
গ. Orchestra
ঘ. Love
৩. The up train is late, here 'up' is—
ক. Noun খ. Pronoun
গ. Adverb ঘ. Adjective
৪. Which one is a compound noun?
ক. Comprehensive
খ. Holiday
গ. Entertainment
ঘ. Hair-brush
৫. The word diabetic is-
ক. Noun খ. Adjective
গ. Pronoun ঘ. উভয় ক + খ
৬. Which one is Abstract noun?
ক. Man খ. Jury
গ. Height ঘ. Long
৭. Please book above. Here 'above' is—
ক. Adjective খ. Adverb
গ. Noun ঘ. Conjunction
৮. A rolling stone gathers no moss. What 'rolling' is—
ক. Gerund খ. Verbal noun
গ. Participle ঘ. Adjective
৯. Who, Which, What are—
ক. Demonstrative pronoun
খ. Relative pronoun
গ. Reflexive pronoun
ঘ. Indefinite pronoun
১০. What kind of noun is 'cattle'?
ক. Proper খ. Common
গ. Collective ঘ. Material
১১. Which of the following words can be used as a verb?
ক. Mister খ. Master
গ. Mastery ঘ. Mistress
১২. The noun form of 'lose' is—
ক. Losing খ. Loss
গ. Loose ঘ. Lost
১৩. What is the adjective of 'child'?
ক. Childhood খ. Childly
গ. Childish ঘ. খ + গ
১৪. Adjective of the word 'People' is—
ক. Popularity খ. Popularize
গ. Populous ঘ. Popular
১৫. Verb of the word 'new' is—
ক. Anew খ. Newness
গ. Newly ঘ. Renew
১৬. Verb of the word 'clean' is—
ক. Clearly
খ. Clarification
গ. Clarify ঘ. Cleanse
১৭. He runs fast. Here the word 'fast' is—
ক. Verb খ. Adjective
গ. Adverb
ঘ. Conjunction
১৮. I find it very unlikely. Here the word 'unlikely' is—
ক. Adjective খ. Adverb
গ. Noun ঘ. Pronoun
১৯. Adjective of the word 'Ox' is—
ক. Cowley খ. Bovine
গ. Oxen ঘ. Oxy
২০. He is little known. Here 'little' is—
ক. Pronoun খ. Verb
গ. adjective ঘ. adverb
বিভাগঃ C
১. ১০ থেকে ৬০ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?
ক. ১৩০ খ. ১০৭
গ. ১১৩ ঘ. ১৪৬
২. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
ক. ৪৯৫০ খ. ৫০৫০
গ. ৫০৫১ ঘ. ৫০৬০
৩. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৭২০ হলে সংখ্যা তিনটির যোগফল কত?
ক. ২৪ খ. ২৭
গ. ৩০ ঘ. ২১
৪. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ থেকে তত ছোট সংখ্যাটি কত?
ক. ৭৮৫ খ. ৭৮৬
গ. ৭৮৮ ঘ. ৭৯৯
৫. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
ক. ৭০ খ. ৮০
গ. ৯০ ঘ. ১০০
৬. ১২ ও ৯৬ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
ক. ২৪ খ. ২২
গ. ২৩ ঘ. ২১
৭. একটি সংখ্যার তিন গুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
ক. ২৪ খ. ১৮
গ. ২০ ঘ. ২২
৮. শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
ক. গ্রিক খ. আরব
গ. ভারতীয় ঘ. চীন
৯. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
ক. ৭ খ. ২
গ. ৩ ঘ. ৫
১০. ৭০ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
১১. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ৯ খ. ৪৭
গ. ৬৩ ঘ. ২৮
১২. ১, ২, ৩, ৪ অঙ্কগুলি দ্বারা ৩০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যাবে?
ক. ৮টি খ. ১২টি
গ. ১৬টি ঘ. ১৮টি
১৩. ৩২ এবং ৬৪ এর ভাজক সংখ্যার পার্থক্য কত?
ক. ৩ খ. ২
গ. ১ ঘ. ০
১৪. ১০০৮ এর কতটি ভাজক আছে?
ক. ২০টি খ. ২৪টি
গ. ২৮টি ঘ. ৩০টি
১৫. ০, ১, ২ ও ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
ক. ৩১৪৭ খ. ২২৮৭
গ. ২৯৮৭ ঘ. ২১৮৭
১৬. তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
ক. ৯৯৯ খ. ৯৯৮
গ. ৮৯৯ ঘ. ৮৮৮
১৭. একটি সংখ্যার বর্গের সঙ্গে ৪ যোগ করলে যোগফল ৪০ হয়। সংখ্যাটি কত?
ক. ৪ খ. ৫
গ. ৬ ঘ. ৭
১৮. দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি ২২১ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
ক. ৮ খ. ১১
গ. ১০ ঘ. ১১০
১৯. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
ক. ১২ খ. ৪
গ. ৬ ঘ. ৯
২০. দুটি সংখ্যার যোগফল ৫৫। বড়টির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। সংখ্যা দুটি হবে?
ক. ২৫, ২০ খ. ১৫, ৩০
গ. ৩০, ২৫ ঘ. ৩০, ২০
বিভাগঃ D
১. বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কী?
ক) নাফ নদী
খ) হাড়িয়াভাঙ্গা নদী
গ) গঙ্গা নদী
ঘ) কুলিখ নদী
২. বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী প্রদেশ কতটি?
ক) ৩ খ) ৪
গ) ৫ ঘ) ৬
৩. বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক?
ক) পাহাড়ি ভূমি
খ) প্লাবন সমভূমি
গ) টারশিয়ারি যুগের পাহাড়
ঘ) প্লাইসটোসিনকালের সোপানসমূহ
৪. চর নিউটন কোথায় অবস্থিত?
ক) ভোলায়
খ) সুন্দরবনের দক্ষিণে
গ) পঞ্চগড় ঘ) ফেনী
৫. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?
ক) চট্টগ্রাম খ) ফরিদপুর
গ) সিলেট ঘ) ঢাকা
৬. বাংলার প্রাচীন জাতি কোনটি?
ক) অস্ট্রিক
খ) ইন্দো-ইউরোপীয়
গ) দ্রাবিড়
ঘ) আদি অস্ট্রেলীয়
৭. কৌটিল্য কার ছদ্মনাম?
ক) বিন্দুসার খ) বৃহদ্রথ
গ) চাণক্য ঘ) মহাসামন্ত
৮. কোন সম্রাটকে ‘ভারতীয় নেপোলিয়ন’ বলা হতো?
ক) চন্দ্রগুপ্ত খ) সমুদ্রগুপ্ত
গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ঘ) গোপচন্দ্র
৯. শশাঙ্কের পর গৌড় রাজ্য কে দখল করেন?
ক) মহাসামন্ত খ) গোপাল
গ) ধর্মপাল ঘ) হর্ষবর্ধন
১০. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’-এর প্রতিষ্ঠাতা কে?
ক) মদনপাল খ) গোপাল
গ) ধর্মপাল ঘ) রামপাল
১১. কৌলিন্য প্রথার প্রবর্তক কে?
ক) বল্লাল সেন
খ) লক্ষ্মণ সেন
গ) হেমন্ত সেন
ঘ) বিজয় সেন
১২. কার পৃষ্ঠপোষকতায় ‘নালন্দা বিশ্ববিদ্যালয়’ প্রাণকেন্দ্র হয়ে ওঠে?
ক) মদনপাল খ) গোপাল
গ) ধর্মপাল ঘ) শীলভদ্র
১৩. মাৎস্যন্যায় কত বছর বিদ্যমান ছিল?
ক) ৫০ বছর খ) ৮০ বছর
গ) ৫৩ বছর ঘ) ১০০ বছর
১৪. রাঢ় বলতে কোন অঞ্চলকে বোঝায়?
ক) বরিশাল
খ) সিলেট
গ) ভাগীরথী নদীর পশ্চিম তীর
ঘ) রাজশাহী
১৫. ‘দান সাগর’ গ্রন্থের রচয়িতা কে?
ক) লক্ষ্মণ সেন
খ) বানভট্ট
গ) কৌটিল্য
ঘ) বল্লাল সেন
১৬. ভারতীয় উপমহাদেশের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
ক) পৃত্থীরাজ চৌহান
খ) মুহাম্মদ ঘুরি
গ) সুলতান মাহমুদ
ঘ) মহাকবি ফেরদৌসি
১৭. ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কী?
ক) খলজি বংশ
খ) মামলুক বংশ
গ) দাস বংশ
ঘ) খ ও গ উভয়ই
১৮. প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
ক) গৌড় খ) পুন্ড্র
গ) বঙ্গ ঘ) রাঢ়
১৯. বোলঘকপুর নামে পরিচিত ছিল—
ক) দিল্লি খ) আরব
গ) বাংলা ঘ) মরক্কো
২০. বখতিয়ার খলজি গৌড় রাজ্য জয় করেন কত খ্রিষ্টাব্দে?
ক) ১২০৪ খ) ১২০৫
গ) ১২০৬ ঘ) ১২০৭
উত্তর
বিভাগঃ A
১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ক।
বিভাগঃ B
১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. ঘ।
বিভাগঃ C
1.খ 2.খ 3.খ 4.খ 5.ঘ 6.খ 7.খ 8.গ 9.খ 10.ক 11.খ 12.খ 13.গ 14.ঘ 15.ঘ 16.গ 17.গ 18.গ 19.ঘ 20.গ
বিভাগঃ D
১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ২৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. খ।
.png)