Ripon Video Lyrics - রিপন ভিডিও লিরিক্স I am Ripon video

হাই প্রেন্স, আই এম রিপন ভিডিও
---------------------------------------------

আম গাছে আম ফলে কুমড়ো ফলে চালে,
দূর থেকে কিস দিলাম তুলে নাও গালে।

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর উপুস মাথায় দিয়ে,
দরজা খুলে যারে দেখুম তারে করুম বিয়ে।

বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক,
তোমার সাথে বলব কথা আমি সারা রাত।

আম গাছে আম নেই ঢিল কেন ছুড়ো,
তোমার সাথে প্রেম নাই চোখ কেন মারো?

রাজার যেমন রাজ্য আছে, আমার আছো তুমি।
তোমায় ছাড়া কেমনে বল থাকতে পারি আমি?

আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ।
আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিংবাজ, চিটিংবাজ, চিটিংবাজ।

কেন তুমি এসেছিলে আমার এই জীবনে,
সুখটুকু কেড়ে নিয়ে জল দিলে নয়নে?

আমি ভালবেসেছিলাম অনেক আশা করে,
বুকটা আমার ভেঙ্গে দিলে সেটা কেমন করে?

জলে যখন নেমেছি মাছ আমি ধরবই,
প্রেম যখন করেছি, বিয়ে আমি করবই।

আম চুক্কা জাম চুক্কা চুক্কার নাই শেষ,
রিপন তুমি এগিয়ে চল রিপন মিয়ার বাংলাদেশ।

তুমি আমি ফুলের কলি ফুটবো একসাথে।
তোমার আমার দেখা হবে ফুল শয্যার রাতে।

তুমি দিবে কিছু, আমি দিব কিছু।
সেই থেকে জন্ম নিবে ছোট্ট এক শিশু।

Just take as fun :)




1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম