আমার বড় মেয়ে রাত ৩ টার দিকে ঘুম থেকে উঠে আমাকে বলল ‘বাবা আমি ঘোড়ার পিঠে ঘুমাব... বিছানায় ঘুমাব নাহ’। আমি বললাম ‘আচ্ছা’
তো মা এখন কি করা যায়?? মেয়ে বলল, ‘তুমি ঘোড়া হও আমি তোমার পিঠে উঠে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাব’। আমি বললাম এক কাজ করলে কেমন হয়? আমি আজকে বরং ক্রকোডাইল হয়ে যাই...তুমি আজকে রাতটা ক্রকোডাইলের পিঠেই না হয় ঘুমাও। মেয়ে বলল ‘আচ্ছা’।
সারা রাত আমি ক্রকোডাইলের মত মুখ হা করে চার হাত পা চারিদিকে ছড়িয়ে উপুড় হয়ে ঘুমালাম আর আমার মেয়ে ক্রকোডাইলের পিঠে উঠে ওকে জড়িয়ে ধরে ঘুমালো।
আন ডাউটেডলি, লাইফ ইজ বেউটিফুল।
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]
তো মা এখন কি করা যায়?? মেয়ে বলল, ‘তুমি ঘোড়া হও আমি তোমার পিঠে উঠে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাব’। আমি বললাম এক কাজ করলে কেমন হয়? আমি আজকে বরং ক্রকোডাইল হয়ে যাই...তুমি আজকে রাতটা ক্রকোডাইলের পিঠেই না হয় ঘুমাও। মেয়ে বলল ‘আচ্ছা’।
সারা রাত আমি ক্রকোডাইলের মত মুখ হা করে চার হাত পা চারিদিকে ছড়িয়ে উপুড় হয়ে ঘুমালাম আর আমার মেয়ে ক্রকোডাইলের পিঠে উঠে ওকে জড়িয়ে ধরে ঘুমালো।
আন ডাউটেডলি, লাইফ ইজ বেউটিফুল।
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]
