How TO Download WordPress Theme Or Plugin From Dashboard

দারুন একটা জিনিস আজকে শিখতে পারলাম। তাই শেয়ার না করে থাকতে পারলাম নাহ।

আজকে এক ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে গিয়ে তার থিমটা অনেক পছন্দ হয়ে গেল। কিন্তু কিভাবে ক্লায়েন্টকে বলব সিপ্যানেলের পাসওয়ার্ড দেওয়ার জন্য বা থিমটা আমাকে দেওয়ার জন্য। তাই নিজেই বের করে নিলাম একটা পথ। যে wp-admin এর পাসওয়ার্ড আমাকে দেওয়া হয়েছিল তা থেকেই আমি নামিয়ে নিলাম আমার প্রয়োজনীয় জিনিসগুলো :) আপনিও পারবেন। 

নিচের পদ্ধতি অনুস্বরণ করুন। আর ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করার সময় দামি দামি থিমগুলো ডাউনলোড করে সংগ্রহে রাখুন এবং আমাদের মাঝে শেয়ার করুন :) । Lets follow the steps-
থিম ডাউনলোড করার নিয়ম
* Install "Advanced Code Editor" plugin
* থিম ডাউনলোড করার জন্য এখানে যান।
* তারপর চিহ্নিত জায়গায় ক্লিক করুন।
* ব্যাস কিছুক্ষন পর ডাউনলোড শুরু হবে পুরা থিম।

প্লগিন ডাউনলোড করার নিয়মটা আশা করি আর বলে দিতে হবে নাহ। এডভান্সরা নিশ্চয় বুঝে গেছেন।

যদি কেউ না বুঝেন তাহলে নিশ্চয় কমেন্ট করুন আর নিজের জ্ঞানকে শেয়ার করতে শিখুন। এতে করে আপনার জ্ঞান কমবে বরং আরো বহুলাংশে বেড়ে যাবে।

যদি মনে করেন টিপসটা আপনার কাজে দিয়েছে তাহলে এই অনভিজ্ঞকে উৎসাহিত করতে ভুলবেন না ।

ধন্যবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম