আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । অনেকদিন পর পোস্ট করলাম , আশা করি সবাই ভাল আছেন ।নেটের সাথে জড়িত এমন সবারই মূলত শর্টলিঙ্ক করার প্রয়োজন হয় । মাঝে মাঝে হাতের কাছে যেই সাইটটা পাই সেইটা দিয়েই চালিয়ে নেই । আবার মাঝে মাঝে প্রয়োজন হয় শর্টলিঙ্ক পাসওয়ার্ড প্রটেক্টেট কিংবা শর্টলিঙ্কএ কোন দেশের ভিজিটর এসেছে তা দেখার । তাই আজকে আমি কিছু শর্টলিঙ্ক সাইতের সুবিধা অসুবিধা নিয়ে পোস্ট করলাম। তাহলে শুরু করা যাক।
Google URL Shortener
গুগলের সার্ভিস নিয়ে মনে হয় বেশী কিছু বলার প্রয়োজন নেই
। তবে এইটাতে ভাল কোন ফিচার নেই তাই ব্যবহার করে মজা পাওয়া যায় না । আপনি সরাসরি goo.gl এ গিয়ে শর্টলিঙ্ক করতে পারবেন তবে এইভাবে করলে আপনি আপনার শর্টলিঙ্ক এ কতটি ক্লিক পড়লো তা দেখতে পারবেন না । তাই ভাল হয় প্রথমে আপনি জিমেইল দিয়ে লগিন করে তারপর সাইটে প্রবেশ করুন । শর্টলিঙ্ক করার পর আবার ঐ জিমেইল এ লগিন থাকা অবস্থায় সাইটে প্রবেশ করলে লিঙ্ক এ কতবার ক্লিক পড়েছে তা দেখতে পারবেন ।
Bitly – The Power of the Link
is.gd – a URL shortener. Mmmm, tasty URLs!
Google URL Shortener
গুগলের সার্ভিস নিয়ে মনে হয় বেশী কিছু বলার প্রয়োজন নেই
এইটাও জনপ্রিয় একটি শর্টলিঙ্ক করার সাইট । আপনি সরাসরি যেয়ে লিঙ্ক শর্ট করতে পারবেন । আর রেজিস্টার করে শর্ট করলে সুবিধা একটু বেশীই পাবেন ।
রেজিস্টার ব্যবহারকারীরা যা যা সুবিধা পাবেনঃ
১)ফোল্ডার করে আপনার গুরত্বপূর্ন লিঙ্ককে বান্ডেল করতে পারবেন
২)আপনার করা সব শর্টলিঙ্কগুলি দেখতে পারবেন ।
৩)কতটা ক্লিক পড়েছে তা দেখতে পারবেন ।
আরও আছে ভিজিট করে দেখে নিতে পারেন ।
রেজিস্টার ব্যবহারকারীরা যা যা সুবিধা পাবেনঃ
১)ফোল্ডার করে আপনার গুরত্বপূর্ন লিঙ্ককে বান্ডেল করতে পারবেন
২)আপনার করা সব শর্টলিঙ্কগুলি দেখতে পারবেন ।
৩)কতটা ক্লিক পড়েছে তা দেখতে পারবেন ।
আরও আছে ভিজিট করে দেখে নিতে পারেন ।
আরও জানতে ভিজিট করে দেখুন : http://Bitly.com
TinyURL.com – shorten that long URL into a tiny URL
৮০% নেট ব্যবহারকারীই এই নামের সাথে পরিচিত ।এইটাতেও আপনি সরাসরি খুব সহজে লিঙ্ক শর্টকরতে পারবেন । Custom alias দিয়ে লিঙ্ক শর্ট করতে পারবেন কোন প্রকার রেজিস্টার করা ছাড়াই । browser’s toolbar এই সাইট এড করতে পারবেন ফলে যেকোনসাইটে প্রবেশের পর জাস্ট টুলবারে ক্লিক করলেই কাজ শেষ ।তবে এখানে রেজিস্টার করার কোন অপশন দেখলাম না । ভুল হলে ধরিয়ে দিবেন ।
আরও জানতে ভিজিট করে দেখুন : http://TinyURL.com
coxm.de – Shorten, Customize And Track Your Links
এইটাও খুব ভাল ফিচারসমৃদ্ধ একটি সাইট । রেজিস্টার করা ছাড়াই খুবসহজে লিঙ্ককে শর্ট করা যায় । Custom alias দিয়ে লিঙ্ক শর্ট করতে পারবেন কোন প্রকার রেজিস্টার করা ছাড়াই ।আপনি খুব সহজে ফেসবুক টুইটার দিয়ে রেজিস্টার করতে পারবেন ।
রেজিস্টার ব্যবহারকারীরা যা যা সুবিধা পাবেনঃ
রেজিস্টার ব্যবহারকারীরা যা যা সুবিধা পাবেনঃ
১)আপনার করা সব শর্টলিঙ্কগুলি দেখতে পারবেন ।
২)কতটা ক্লিক পড়েছে তা দেখতে পারবেন ।
৩)কাস্টম লিঙ্ক করতে পারবেন
৪)লিঙ্ককে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন
৫)জিউটারগেটিং মানি এই লিঙ্ক এ কোনদেশের ভিজিটর প্রবেশ করতে পারবে তা সিলেক্ট করে দিতে পারেবন
৬)কোনদেশের ভিজিটর কোন লিঙ্ককে ক্লিক করলে কে কোথায় রিডাইরেক্ট করবে তা দেখিয়ে দিতে পারবেন ।
৭)কোন দেশের কত ভিজিটর আসলো , কখন আসলো তা দেখতে পারেবন
৮)ভিজিটরটা কোথায় থেকে রেফারেল হল তা দেখতে পারেবন ।
৯)ফোল্ডার করে আপনার গুরত্বপূর্ন লিঙ্ককে বান্ডেল করতে পারবেন
১০)স্প্লাশ পেজ বানাতে পারবেন নিজের এড দেখানোর জন্য
২)কতটা ক্লিক পড়েছে তা দেখতে পারবেন ।
৩)কাস্টম লিঙ্ক করতে পারবেন
৪)লিঙ্ককে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন
৫)জিউটারগেটিং মানি এই লিঙ্ক এ কোনদেশের ভিজিটর প্রবেশ করতে পারবে তা সিলেক্ট করে দিতে পারেবন
৬)কোনদেশের ভিজিটর কোন লিঙ্ককে ক্লিক করলে কে কোথায় রিডাইরেক্ট করবে তা দেখিয়ে দিতে পারবেন ।
৭)কোন দেশের কত ভিজিটর আসলো , কখন আসলো তা দেখতে পারেবন
৮)ভিজিটরটা কোথায় থেকে রেফারেল হল তা দেখতে পারেবন ।
৯)ফোল্ডার করে আপনার গুরত্বপূর্ন লিঙ্ককে বান্ডেল করতে পারবেন
১০)স্প্লাশ পেজ বানাতে পারবেন নিজের এড দেখানোর জন্য
আরও জানতে ভিজিট করে দেখুন : http://coxm.de
মোটামুটি জনপ্রিয় একটি সাইট । Custom alias দিয়ে লিঙ্ক শর্ট করতে পারবেন কোন প্রকার রেজিস্টার করা ছাড়াই । অবশ্য এইটাতে রেজিস্টারের কন সিস্টেম নেই ।লিঙ্কটা কি ধরনের হবে মানি ইংরেজি ছোট অক্ষরের নাকি বড় অক্ষরের তা সিলেক্ট করতে পারবেন । আরও জানতে ভিজিট করে দেখতে পারেন ।
আজ এই পর্যন্তই ।এছাড়াও আরও অনেক লিঙ্ক শর্ট করার সাইট আছে , মূলত আমি যেগুলি বেশী ব্যবহার করি সেগুলিই দিলাম এখানে , ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । ধন্যবাদ সবাইকে ।
আরও জানতে ভিজিট করে দেখুন : http://is.gd.com
উৎসঃ GenesisBlog
ক্রেডিটঃ Nazmul
