How To Install WordPress In Your Local Computer


ব্লগিং সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এখন তুঙ্গে সেটা বলার অনেক্ষা রাখে না। চাইলেই আপনিও এইচটিএমএল, সিএসএস শিখে নিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। তবে, ভাল করতে হলে আপনাকে অবশ্যই পিএইচপি এবং মাইএসকিউএল-ও জানতে হবে। এখন কথা হল, আপনি দুই ভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। ১. লোকাল কম্পিউটারে, মানে আপনার পিসিকেই ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার মাধ্যমে, এবং ২. রিমোর্ট/ওয়েব সার্ভারে, মানে ইন্টারনেট লাইনের এর ব্যবহার করে। রিমোর্ট সার্ভারে আবার দু’ভাবে সেটাআপ করতে পারবেন, ক) সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যালেন থেকে, খ) ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে।
তাই, ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক পর্বের আজকে আপনাদের দেখবো কিভাবে আপনি লোকাল কম্পিউটার কে লোকাল ওয়েব সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন…
১ প্রথমে আপনার কম্পিউটার কে লোকাল ওয়েব সার্ভার বানাতে WAMP অথবা XAMP ইন্সটাল করে নিন। আপনার কাছে সফটওয়্যার দুটি না থাকলে ডাউনলোড করে নিতে পারেন এখানেএবং এখানে থেকে। অন্যন্য সফটয়ারের মতই এর ইন্সটালেশন পদ্ধতি তাই নতুন করে এটা নিয়ে লিখলাম না। (উল্লেখঃ আমি উইন্ডোজ এক্সপি এবং WAMP সার্ভার ব্যবহার করে টিউটরিয়ালটি তৈরী করছি। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে জানাবেন)।
২. ওয়াম্প ইন্সটাল করার পর আপনার হার্ডডিস্কের C: ড্রাইভে wamp নামে একটি ফোল্ডার তৈরী হবে। এবং এর ভিতরে www নামের যে ফোল্ডার – টি পাবেন তার ভিতরেই আপনাকে ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সিএমএস গুলো ইন্সটাল করেতে হবে। যেহেতু আমারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবে তাই ওয়ার্ডপ্রেস সিএমএস সফটওয়্যারটি একটি নতুন ফোল্ডার এর ভিতরে সরাসরি আনজিপ করবো। ওয়ার্ডপ্রেস ইন্সটাল করার জন্য আমি www ফোল্ডারের ভিতরে Trail Blog নামের একটি ফোল্ডার করেছি এবং এর ভিতরে ওয়ার্ডপ্রেস আনজিপ করেছি। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করুন এখানে থেকে।
৩. এবার চলুন ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি Trail Blog ফোল্ডারের ভিতরে আপজিপ করি। আপনার হার্ডডিস্কের যেখানে জিপ করা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আছে সেখানে চলুন…
৪. জিপ ফাইলটির উপরেই মাউস রেখে Extract Files… এ ক্লিক করুন। এবার নিচের মতো স্ক্রীন আসলে My Computer> C: ড্রাইভ > wamp > www > Trail Blog (ফোল্ডার নামটি আপনার ইচ্ছা মতো দিতে পারেন।) নির্বাচন করে দিন। নিচের মতো করে …

৫. OK ক্লিক করার সাথে সাথে আনজিপ হয়া শুরু হবে।
৬. আনজিপ হয়ে গেলে ব্রাউজ করুন আপনার ইন্সটালেশন ফোল্ডারটি। সঠিকভাবে ইন্সটাল হলে নিচের মতো ফাই্ল+ ফোল্ডারগুলো পাবেন…
৭. এবার ওয়েব ব্রাউজারে http://localhost লিখে ব্রাউজ করুন।
৮. এরপর http://localhost/আপনার ফোল্ডারের নাম দিয়ে এন্টার দিন।
৯. ডাটাবেস বানানো না থাকলে http://localhost/phpmyadmin থেকে ডাটাবেস বানিয়ে নিন। এবং এভাবে ব্যবহার করুন-

১০. পরবর্তী ধাপ অনুসরণ করতে থাকুন। না পারলে এই ভিডিও টা দেখতে পারেন- https://www.youtube.com/watch?v=WefhaMajiw8&ab_channel=ApertureStudiosMedia

ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম