মাওলার এশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভেনা
পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের ছিনা
ধরা দিয়েও দাওনা ধরা
কাছে থেকেও দাওনা সাড়া
আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারই যাতনা
পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের ছিনা
মাওলার এশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভেনা
পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের ছিনা
মাওলা তোমায় ভালবেসে
কলিজা পুড়ে গন্ধ আসে
আমি তোমার নূরে যাবো মিশে, দূরে ঠেলে দিওনা
পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের ছিনা
মাওলার এশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভেনা
পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের ছিনা
[আইনুদ্দীন আল আজাদের লেখা ও সুর করা বিখ্যাত এই এশকের গজল]