আমার এ দেশ কত সুন্দর - bangla lyrics

আমার এ দেশ কত সুন্দর
আমার এ দেশ কি যে মনোহর।
পাখির গানে গানে আসে ভোর
আজানের সূরে সুরে আসে ভোর,
পাতায় পাতায় আলোর চিত্র কলা,
ঢেউয়ের তালে তালে অনুপম কথা বলা ।

1
মাঠের পরে সবুজ সবুজ মাঠ,
চোখ জুড়ানো কাওন ধানো পথ।
সারি বাধা গ্রামগুলোতে সবুজ ভরোভর।
আমার এ দেশ কত সুন্দর ...

2
ভাটা নদী চলছে ভাটির টানে,
মাঝির সুরে কত রকম গানে।
আকাশ ভরে নীল মাখানো নেয় কেড়ে অন্তর।
আমার এ দেশ কত সুন্দর ...

3
দোয়েল-কোয়েল শ্যামা ঘুঘু হাজার পাখির সুর,
এদেশ আমার চোখ জুড়ানো আহা কি সুমধুর।
নদীর তীরে বাবলা সারি সারি, তার ওপারে বসত আমার বাড়ী।
তার ওপারে মাঠ চলেছে ফসল নিরন্তর
আমার এ দেশ কত সুন্দর ...


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম