টিচার্স ডে

শিক্ষক ক্লাস নিচ্ছেন... পিছনের বেঞ্চের এক ছাত্র তার লেকচার শুনতে শুনতে ঘুমিয়ে পরেছে । শিক্ষকের চোখে যখন এটা পড়ল, তখন সে তার হাতের চক ওই ছাত্রের দিকে ছুঁড়ে মারল... তাও ঘুম ভাঙ্গে নাহ। অলস শিক্ষক তার চেয়ারে বসে থেকেই এরকম ২/৩ বার চক ছুঁড়ে ট্রাই মারলেন... কিন্তু ঘুমম আর ভাঙ্গে না বান্দার। শিক্ষক বুদ্ধি করে, শেষ চকটি তিনি ঘুমিয়ে যাওয়া ছাত্রের পাশে বসে থাকা ছাত্রকে মারলেন আর বললেন, ‘তোর পাশের হারামিটারে ওক্ষন ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠা’। পাশের ছেলেটি উত্তর দিল, ‘স্যার, আপনে হেরে ঘুম পারাইসেন... আপনেই উঠান’

যারা গল্পটি বুঝতে পেরেছেন, তাদেরকে... “টিচার্স ডে’র তাগড়া শুভেচ্ছা”!

আর যারা বুঝতে পারেননি, তাদেরকে, এই বেয়াদপ ছাত্রটির পক্ষ থেকেও... “টিচার্স ডে’র ঢুলু ঢুলু শুভেচ্ছা”!

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 14 November 2012]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম