উনি এক কথার মানুষ!
ঘুস না দিলে ফাইল ছাড়বেনই না... নিলজ্জের মত এটা বলে আমার দিকে হাসি মুখে তাকিয়ে রইলেন। আমি আবার বললাম, “ভাই আপনার বস তো এই মাত্র আপনাকে ফোনে বলেছেন যে ‘ফাইলটা ছেড়ে দিতে’... আমি উপর থেকে তো প্রেসারও দিয়েছি ফাইলটা ছাড়ার ব্যাপারে”
উনি বলল, ‘উনার কথা উনি বলেছেন, আমার কাজ আমি করছি’
রফাদফা হল ৫০ হাজার টাকা এখনই দিলে উনি ফাইলটা আমার হাতে দিয়ে দিবেন।
আমি ৫ মিনিটের জন্য বাইরে থেকে ঘুরে এসে উনাকে মোটা একটা খাম দিলাম। উনি খামটা সাথে সাথে ড্রয়ারে ঢুকিয়ে ফেললেন আর সাথে সাথেই ফাইলটা আমার হাতে দিয়ে বললেন যে, ‘বস কে কিছু বইলেন না আবার!’ আমি হ্যান্ড শেইক করতে করতে বললাম, ‘আপনি ও বইলেন না ভাই’
উনি এখন বুঝবেন যে, ‘কত আটায়... কত রুটি... আর কতই বা ক্যালোরি’
কারন, খাম খুলে দেখবেন ওখানে, আজকের ‘বাংলাদেশ প্রতিদিন’ পেপারটা ভাজ করে রাখা আছে । কোনও টাকা নেই।
**“যতই বৃষ্টি হউক না কেন আজকে, তার থেকে দুঃখী মানুষ আজকে আর কেউ নেই”
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]
ঘুস না দিলে ফাইল ছাড়বেনই না... নিলজ্জের মত এটা বলে আমার দিকে হাসি মুখে তাকিয়ে রইলেন। আমি আবার বললাম, “ভাই আপনার বস তো এই মাত্র আপনাকে ফোনে বলেছেন যে ‘ফাইলটা ছেড়ে দিতে’... আমি উপর থেকে তো প্রেসারও দিয়েছি ফাইলটা ছাড়ার ব্যাপারে”
উনি বলল, ‘উনার কথা উনি বলেছেন, আমার কাজ আমি করছি’
রফাদফা হল ৫০ হাজার টাকা এখনই দিলে উনি ফাইলটা আমার হাতে দিয়ে দিবেন।
আমি ৫ মিনিটের জন্য বাইরে থেকে ঘুরে এসে উনাকে মোটা একটা খাম দিলাম। উনি খামটা সাথে সাথে ড্রয়ারে ঢুকিয়ে ফেললেন আর সাথে সাথেই ফাইলটা আমার হাতে দিয়ে বললেন যে, ‘বস কে কিছু বইলেন না আবার!’ আমি হ্যান্ড শেইক করতে করতে বললাম, ‘আপনি ও বইলেন না ভাই’
উনি এখন বুঝবেন যে, ‘কত আটায়... কত রুটি... আর কতই বা ক্যালোরি’
কারন, খাম খুলে দেখবেন ওখানে, আজকের ‘বাংলাদেশ প্রতিদিন’ পেপারটা ভাজ করে রাখা আছে । কোনও টাকা নেই।
**“যতই বৃষ্টি হউক না কেন আজকে, তার থেকে দুঃখী মানুষ আজকে আর কেউ নেই”
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]
