ছোট মেয়ে ঘুমায় না

আমার সাত দিন বয়সী মেয়ে রাতে একফোঁটাও ঘুমায় নাহ... ড্যাঁপ ড্যাঁপ করে তাকিয়ে থাকে সারা রাত। আবার ঠিক ১৫ মিনিট (এই পনেরো মিনিটের ব্যাপারটাও আশ্চর্যজনক; এই পিচ্চি সময়ের কি বুঝে জানি নাহ, ঠিক ১৫ মিনিট পর পর তার আওয়াজ শোনা যাবেই যাবে) সে তার বাবা মা দুইজনকেই একসাথে চোখের সামনে না দেখতে পেলে কান্না শুরু করে দেয় (শুধু একজনকে… মানে হয়তো শুধু বাবা বা শুধু মা কে দেখলে হবে নাহ… দুইজনকেই এক সাথে তার চোখের সামনে দেখতে পাওয়া চাই)।

সারা রাত আমি আর Bithi টানা ১৪ মিনিটের বেশী ঘুমাতে পারছি নাহ। ঠিক পনেরতম মিনিটে আমাকে আর বীথিকে একসাথে তার দিকে হাসি মুখে তাকিয়ে থাকতে হয় ১/২ মিনিট… তারপর সে আস্তে আস্তে আবার ১৫ মিনিটের জন্য চুপ করে থাকবে।

আজ একটা বুদ্ধি বের করেছি; আমার আর আমার বউয়ের বড় বড় চোখ করে তাকিয়ে থাকা হাসি মুখের একটা ছবি বড় করে প্রিন্ট করেছি। প্রিন্টটা পিচ্চির কটের উপর স্কচটেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। ম্যাকগাইভারের মত বালিশের নিচ পর্যন্ত লম্বা তার দিয়ে বেড সুইচ লাগিয়েছি। ১৫ মিনিট পর পর কান্না শুরু করলেই বুদ্ধি করে বালিশের নিচে রাখা বেড সুইচ টিপে লাইট জ্বালিয়ে দিব আর তখনই বাবা মায়ের হাসি মুখের ছবি তার মুখের সামনে দেখা যাবে। বুদ্ধিটা খারাপ নাহ। আমি ও খুশি বউ ও খুশি।
এখন, যখন খুশি খুশি ঘুমাতে যাব, তখন নতুন একটা প্রবলেম দেখা দিয়েছে ; এই প্রতি ১৫ মিনিট পর পর ঘুম থেকে উঠে বেড সুইচ টা টিপ দিবে কে হে??

[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম