জমজ ছাগল

অতি উৎসাহী এক পাবলিক সাত-সকালে আমার বাসায় দুইটা ছাগল নিয়ে উপস্থিত
খবর শুনে, আমি নিচে নেমে দেখি সে গ্যারেজের সামনে দুটো হাসিখুশি মিনিয়েচার ছাগল নিয়ে দাড়িয়ে আছে
“ঘটনা কি?”
‘স্যার আপনার দুই কন্যার জন্য অনেক খুজে খুজে জমজ ছাগলের বাচ্চা নিয়ে এসেছি’
“জমজ ছাগল আবার কি জিনিষ? সব ছাগলরেই তো আমার জমজ লাগে”
‘স্যার এটা আসলেই জমজ... ভাল কইরা দেহুইন !’
“গিফট দিবা?”
“হে হে... না বিক্রয় করব’
“আমার তো মনে হয় না এরা জমজ... প্রমান কর।”
কেমনে? কেমনে পরমান করব?
“আমি কি জানি!”
পাশ থেকে আমার ড্রাইভার বলল; ‘বেক্কলের বেক্কল, যা এর বাপ মায়েরে যায়ে নিয়ে আয়... ব্যবসায় নামসত! মাথায় বুদ্ধি সুদ্ধি নাই?’

[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে।]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম