ছোট খালা

ছোট খালা ফোন করে বলল, “আরিফ বাসায় আয় তো পারলে একটু”

 ‘কেনও...হঠাৎ??’

“তোর খালাতো ভাই Asif ইদানিং যা শুরু করেছে? ওকে তুই এসে একটু বুঝায়ে যা”

‘অবশ্যই আসব... ইউ নো, আমি কাউন্সেলিং ভাল করি’
 
“আজকেই আয়”

‘শিওর... কিন্তু একটু কি বলবে সে কি করেছে? তাহলে হালকা হোমওয়ার্ক করে আসতাম। ধরব যখন ভাল করেই ধরবো, ইউ নো! btw, কোনও মেয়ে ঘটিত ব্যাপার?’

“না না ওরকম কিছু না!... সমস্যা হলও, সে সারা দিন ফেসবুকে বসে থাকে। তুই এসে ওকে একটু এর অপকারিতাগুলো বুঝিয়ে দে! তুই বুঝালে বুঝবে”

‘খালা আজকে কি বার?’

“বৃহস্পতিবার... কেন?”
 
‘আগে বলবে না? আজকে তো আসতে পারছি নাহ যে... আমার প্রিয় উকিল সাহেবের মেয়ের গায়ে হলুদ, ভুলে গিয়েছিলাম একদম!!’
 
“কবে আসতে পারবি... কাল??”

‘কাল তো ঐ পক্ষের গায়ে-হলুদ... খালু দাওয়াত পায় নাই?’
 
“পরশু পারবি ??”

‘ঐ দিন তো শুভবিবাহ...ইউ নো’
 
“বউ ভাত কবে?”

‘ওয়েল... বউভাতের ডেইট এখনও ফিক্স হয়নায়, খালা’
 
“তাহলে, কবে আসতে পারবি?”

‘...’
 
“কবে আসতে পারবি? হ্যালো হ্যালো... কথার উত্তর দেস না কেন? ঐ ‘ইউ নো’র বাচ্চা.. কবে আসতে পারবি?”

‘...’

(গড নউজ)

[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম