একজন ইনবক্স করিল-১

একজন ইনবক্স করে জিজ্ঞেস করলো, “আরিফ ভাইয়া, আমি একজন অবিবাহিত। যে কোনও বিয়ের অনুষ্ঠানে গেলে পরিবারের ময়মুরুব্বীরা, স্পেসালি দাদা-দাদু-নানা-নানু রা আমাকে আঙুল তুলে বলে যে ‘বয়স তো কম হল না...ইউ আর নেক্সট... তো অনুষ্ঠান কবে?’
এই সব কারনে আমি বিয়ের অনুষ্ঠানে যাওয়াই বন্ধ করে দিয়েছি। এখন আপনার কাছে কোনও ভালো বুদ্ধি থাকলে জানান। আমি আপনার বিরাট ফ্যান!
আমি গম্ভীর মুখে উত্তর দিলাম, ‘এখন থেকে কারও জানাজা বা কুলখানির বা কারও চল্লিশার অনুষ্ঠানে যদি ওই সকল ময়মুরুব্বীদের সাথে তোমার দেখা হয়, তাহলে তুমি ওদের দিকে তাকিয়ে আঙুল তুলে সেইম ডায়লগ দিবা, ‘বয়স তো কম হল না...ইউ আর নেক্সট... তো অনুষ্ঠান কবে?’
ট্রাই করে দেখো... কাজে দিলেও দিতে পারে :p
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 14 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম