শেষ বয়সে এসে বুঝলাম

(এক সময় ভাবতাম; হুজুররা, আল্লাহর কাছে এত কান্না-কাটি করে কিছু চায় কেন? আল্লাহ তো মনের কস্টগুলো/কথাগুলো জানেনই ... তাহলে এতো নেকামি করে কান্না-কাটি করার দরকারটা কি? স্ট্রেইট চাইলেই তো হয় ... জোর করে চোখের পানি ফেলানোটা কি হুদাই, হুদাই না?)

.. একদিন ট্রাফিক সিগন্যাল এ বসে আছি গাড়িতে; দুজন ফকির আসলো দু' জানালায়... দুই জনই বৃদ্ধ ... দুই জনকেই একই পদের লাগলো । পা নাড়াতে নাড়াতে ভাবছি, কাকে টাকা দাওয়া যায়, হঠাৎ করে একজন হাউ-মাউ করে কান্না শুরু করে দিল। ভিক্ষাটা ওকেই দিলাম!

সেদিন আসল থিওরিটা বুঝতে পারলাম!

NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Saturday, 24 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম