লিফট নষ্ট

জরুরী কাজে উকিলের বাসায় আসলামউনি থাকেন ১১ তলায়। লিফট নাকি সকাল থেকে কাজ করছে নাহ... হেঁটে উপরে উঠা ছাড়া গতি নাই। আমার সাথে আছে আমার মধ্যবয়সী পিওন রবিউলটেলিসামাদের মত শরীর তার। সে দুই হাতে ৯/১০ টা কোর্ট ফাইল বগলদাবা করে বলল, ‘চলেন স্যার... হেঁটে উঠে পড়ি

আস্তে আস্তে হেঁটে উঠছি আর কথা বলছি পিওন এর সাথে; “বুঝলে রবিউলজীবনে উন্নতির কোনও শর্ট কাট নেই... কষ্ট করতেই হবে। আমিও এক সময় তোমার মত এরকম বগলে কোর্ট ফাইল নিয়ে অনেক ঘেমেছি... বুঝতে পারছ কি বলতে চাচ্ছি?” বড় বড় গপ্প দিতে দিতে ৯ তলায় পৌঁছে গেলাম। হঠা তাকিয়ে দেখি লিফট চালু হয়েছে। ৫-৬-৭ করে করে লিফট উপরে আসছে। মুডের উপর লিফট এর কল বাটন চাপলাম... ৯ তলায় লিফট থামল... আমি আর রবিউল লিফটে উঠে ১১ প্রেস করলাম। লিফটের কি হল১০ তালা পর্যন্ত যেয়ে কারেন্ট চলে গেলো। দরজা খুলল না... লিফট তার অটো পাওয়ারে চুইইই করে এক টানে নিচ তলায় এসে দরজা খুলে হা করে বন্ধ হয়ে রইল।

একে অপরের চোখের দিকে না তাকিয়েই আমরা দুইজন হেলে দুলে লিফট থেকে বের হলাম।

রবিউলের হাতের ফাইলগুলোর দিকে তাকিয়ে বললাম, ‘দাও কিছু ফাইল আমার হাতে দাও

সে দিলো নাবলল চলেন স্যার... আবার শুরু করি হাঁটা

আমি সিঁড়ি দিয়ে উঠছি আর ভাবছি, ‘এবার তাকে কোন বিষয়ে জ্ঞান দাওয়া যায়

নাকি এবারসে আমাকে দীক্ষা দিবে!

এ কিসের আলামতত!!

[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম