পেহলে আপ

আচ্ছা, ‘এক-কথায়’ বলেন তো, “আমাদের, বাংলাদেশীদের আসল সমস্যাটা কি”?

অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আমি মনে হয় ‘এক-কথায়’, আমাদের আসল সমস্যাটা বের করতে পেরেছি :p

“আসল সমস্যা হল আমাদের ‘পেহলে আআপ... পেহলে আআপ’ এটিটিউড”

ফেসবুকে, আমরা সবাই ই কম বেশী প্রতিদিনই আমাদের আশেপাশের সমস্যার যুগান্তকারী সমাধান দিচ্ছি। কিন্তু সমাধানগুলো এক্সিকিউশনের সময় দেখা যায় আমরা কেউই আগাচ্ছি নাহ। শুরু হয়ে যায় তখন আমাদের
‘পেহলে আআপ... পেহলে আআপ’

কয়েকদিন থেকে আমি কিছু পোষ্ট ফলো করছি। শুরুটা হয়েছিল ‘ঢাকা শহরের ট্রাফিক সমস্যা’ নিয়ে। শেষে গিয়ে থামল এরকম সমাধানে যে, ‘আসলে গাড়ি বাদ দিয়ে সাইকেল চালানো ছাড়া গতি নাই’; আসলেই ভাল সমাধান।

সমাধান পাওয়ার পর সবাই চুপ! একদম চুপ! মুখে কোনও কথা নেই... (কিন্তু মনের ভিতরে… ওইই, ‘পেহলে আআপ... পেহলে আআপ’)

অবাক করার মতো বিষয় দেখলাম যে আমার পরিচিত দুইজন হাই ইন্ড এক্সিকিউটিভ (Muhammad Solaiman & Nazmul Huda) সাইকেল কিনে ফেলেছেন এবং এই সপ্তাহ থেকে রীতিমত সাইকেল চালিয়ে অফিস আসা যাওয়া করছেন

প্রচণ্ড সাধুবাদ জানাই এই দুইজনকে। অন্তত তারা আমাদের এই ‘পেহলে আআপ... পেহলে আআপ’ এটিটিউড থেকে তো বের হয়ে আসতে পেরেছে! Hatts Off :)

আমি ব্যাক্তিগত কিছু সমস্যার কারনে এই মুহূর্তে শুরু করতে পারছি নাহ তবে কথা দিলাম... খুব শীঘ্রই আমি জয়েন করব আপনাদের সাথে \m/

*(আমাকে ভুল বুঝার আগে ব্যাক্তিগত সমস্যাটা বলেই ফেলি। প্রথম সমস্যা হল আমার এই ভারী শরীর নিয়ে সাইকেল চালানো হালকা রিস্কি। একটু শুকায় নেই... তারপর দেখেন, এক চাক্কা তুলে চালাব!

দ্বিতীয় সমস্যা হল; আমি, আমার আব্বা-আম্মার এক মাত্র প্রথম সন্তান তো তাই ছোট বেলায় আদরের ঠেলায়, আব্বা আমার সাইকেলের পিছের চাকার দুই পাশে যে দুইটা সেইফটি চাকা লাগানো থাকে, ওগুলো খুলেনি। আমি বাইসাইকেল এখন চার চাক্কা ছাড়া চালাতে পারি না। ব্যালেন্সে হালকা সমস্যা হয়

...ভাল কাজ করতে গিয়ে এই ভারী শরীর নিয়ে লোক হাসায়ে লাভ আছে??

একটু টাইম দেন :p )

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 14 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম