হরতালে পুলিশ

হরতাল চলছে...অফিস যেহেতু কাছেই তাই, বাসা থেকে গাড়ি ড্রাইভ করে অফিসে যাচ্ছি। বারিধারা থেকে বের হবো এমন সময় এক পুলিশ সার্জেন্ট রীতিমতো ঝাঁপায় পরে আমার গাড়ির সামনে আসলো। জানালা দিয়ে গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, ‘সিট বেল্ট বাধেন নাই কেন?’

আমি বললাম, ‘ভাই হরতালের দিন... কে কখন গাড়িতে আগুন দেন... আর কখন তড়িৎ বেগে দৌড় দিয়ে গাড়ি থেকে বের হতে হয়... তাই সিট বেল্ট বাধি নাই’


ও আচ্ছা... তো ড্রাইভ করতে করতে মোবাইলে আলাপ করছেন কেনও?

আমি বললাম, ‘বউ বলে দিয়েছে যতক্ষণ না অফিসে পৌছাই, ততক্ষন মোবাইল যেন কানে রাখি। কেউ গাড়িতে আগুন দাওয়া মাত্র সে যেন দৌড়ায় আমার কাছে এসে পড়তে পারে তাই’

পুলিশকূল যে এতো কিউট করে করে হাসি দিতে পারে আমার জানা ছিল নাহ

আহহ!

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম