বাসার ছাদে আজ আমাদের বৈশাখী অনুষ্ঠান হবার কথা। পেন্ডেল…ত্রিপল… ষ্টেজ… সব মিলায়ে ভালই সাজানো হয়েছিল। অফিস থেকে বাসায় না ঢুকেই, বাসার ছাদে যেয়ে সবকিছু ঠিকঠাক আছে দেখলাম। ম্যানেজারকে বললাম, “আমি বাসা থেকে গোসল করে আসি... কোনও সমস্যা হলে কল দিও”! বাথরুম থেকে বের হয়েই সুদ্ধভাষী মেনেজারের ফোন পেলাম, ‘প্যান্ডেল তো স্যার নেই’
তাড়াতাড়ি উপরে যেয়ে দেখি; ১০ মিনিটের ঝড়ে, ত্রিপল অ্যান্ড পেন্ডেল gone... মানে লিটারালি gonee... খালি কয়েকটা বাঁশ তেরাবেকা হয়ে দাড়িয়ে আছে। ৫০ টা চেয়ারের মধ্যে ৪৮ টা তে কাপড় নেই... উড়ে গেছে। ২ টা চেয়ারের কাপড় আছে কিন্তু ওগুলার আবার চেয়ার নেই। স্টেজটা কোনা থেকে মাঝখানে চলে এসেছে। জিলাপি ওয়ালার ডেকচি তে মাঠা পড়ে গেছে আর চিতই পিঠা বানানর চুলার গ্যাস বারনার উড়ে কোথায় জানি চলে গেছে। উৎসাহী ডেকরেটরের পিচ্চি বলল যে ওটা পূব দিকে উড়ে গেছে... সে নিজে দেখেছে...আঙ্গুল তুলে দেখালো... আমি ও দেখলাম। গরুর মাংসের ডেকচির উপর আলুর দমের ডেকচি কি ভাবে যেন ঢুকে গেছে। তাও ঠিক ছিল, কিন্তু তাড়াহুড়ায় বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়ে সাউন্ড সিস্টেমের লোক, ওই ডেকচির ভিতরেই সব মাইক্রোফোনগুলো আর তারমার ঢুকিয়ে ফেলেছে। আপাথত এই অবস্থা। আমি আস্তে করে পূব দিকে হাঁটা দিলাম। আল্লাহ্ মালিক। অরগানাইজার হিসেবে একটা দায়িত্ব আছে নাহ!
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Sunday, 11 November 2012]
