কথা বলার স্টাইলের উপর অনেক কিছু নির্ভর করে। এই পারটিকুলার স্টাইলটা আমি অবশ্য একজন চাপাবাজের কাছ থেকে শিখেছি :p
সে অনেক অনেক দিন আগের কথা...সেই চাপাবাজ একদিন আমার রুমে এসে বিরাট গপ্প দিচ্ছে... উনাকে রুম থেকে ভাগাতেই পারছি নাহ। এমন সময় পূর্বের এপয়েন্টমেন্ট করা বিএনপি এর এক চাঁদাবাজ রুমে আসলো... কড়া কড়া কথা তার... ‘টাকা না দিলে প্রজেক্টে কি ভাবে কাজ চালিয়ে যাই এটা সে দেখে নেবে’... এই টাইপের কথা বার্তা । এমন সময় চাপাবাজ ভাই চাঁদাবাজ ভাই কে বললেন, “বদু আঙ্কেল কি জানে যে তুই এখানে এসেছিস চাদা নিতে”?
চাঁদাবাজ ভাই ভড়কে গেল।
উনি আমতা আমতা ওরে বলল, “বদু ভাই কে?... আর আপনিই বা কে?”
চাপাবাজ বললেন, “আমি হলাম এই কোম্পানির সেকিউরিটি এডভাইজার ‘কর্নেল (নট অবসরপ্রাপ্ত) হালিম”...আর “আমি কি তোরে বইসে বইসে এখন বদু ভাই রে চিনাব? হাহহ...উনি, দেশের মহামান্য রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী... তোদের, বিএনপি’র একজন মাথা... আর উনি আমার কি, তোরে তাও বলা লাগবে? হাহহ...”
“উনি কি জানে তুই এখানে দলের নামে চাঁদা নিতে এসেছিস? ওরে ফোন দিয়ে জিজ্ঞেস করব? কি জানি নাম বললি তোর?”
চাঁদাবাজ সাহেব পুরাই ভড়কে গেল।
উনি বললেন, “আসলে ইয়ে মানে সাংগঠনিক ব্যাপারে ওতও উঁচু মানুষ ইনভল্ভ হয় নাহ... তাই উনি এই ব্যাপারটা জানেন না”।
চাপাবাজ বলতে থাকলেন, “তুই উঁচু মানুষের বাসায় এসে চাদা চাইবি... আর তোর দিকের উঁচু মানুষকে ইনবল্ভ করবি না... এ কেমন কথা? যা তোর উদ্ধতন বস কে নিয়ে আয়”
চাঁদাবাজ সাহেব ঝড়ের বেগে বের হয়ে গেলেন
আমি চাপাবাজকে চোখ বড় করে বললাম, “কর্নেল হালিম কে? আমি তো জানি আপনি ঠিকাদার মানুষ”
উনি হাসতে হাসতে বললেন, “কর্নেল ডালিমের সাথে মিলায় বলে দিলাম হালিম... আর কিছু মাথায় আসছিল না তাই”
আর আর “বদু কাহিনী কি? উনাকে আপনি আসলেই চিনেন?? আর ইয়ে আমাদের কারেন্ট রাষ্ট্রপতির ডাক নাম কি আসলেই বদু নাকি?
উনি সোফায় হেলাম দিয়ে বললেন “আরে নাহ... দেশটাই তো চলতেছে চাপার উপর। :p
এর পর থেকে... বিপদে পরলে মাঝে মাঝে, আমি উনার স্টাইল ফলো করি।
যেখানে যেটা বলা দরকার...কখনও গম্ভির মুখে বলি... কই আপনাদের “খোকাবাবু/সাজেদা-বুজি/ নানাভাই (হু ম এরশাদ :p)” তো কিছু বলল না... গতকালকেও তো দেখা হল। (তবে উনার ‘বদু ভাই’ নামকরণটা বেশী জোশ ছিল... উনার মত মিলাতে পারি না... তবে ঠেকার কাজ চলে যায় :p)
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]
সে অনেক অনেক দিন আগের কথা...সেই চাপাবাজ একদিন আমার রুমে এসে বিরাট গপ্প দিচ্ছে... উনাকে রুম থেকে ভাগাতেই পারছি নাহ। এমন সময় পূর্বের এপয়েন্টমেন্ট করা বিএনপি এর এক চাঁদাবাজ রুমে আসলো... কড়া কড়া কথা তার... ‘টাকা না দিলে প্রজেক্টে কি ভাবে কাজ চালিয়ে যাই এটা সে দেখে নেবে’... এই টাইপের কথা বার্তা । এমন সময় চাপাবাজ ভাই চাঁদাবাজ ভাই কে বললেন, “বদু আঙ্কেল কি জানে যে তুই এখানে এসেছিস চাদা নিতে”?
চাঁদাবাজ ভাই ভড়কে গেল।
উনি আমতা আমতা ওরে বলল, “বদু ভাই কে?... আর আপনিই বা কে?”
চাপাবাজ বললেন, “আমি হলাম এই কোম্পানির সেকিউরিটি এডভাইজার ‘কর্নেল (নট অবসরপ্রাপ্ত) হালিম”...আর “আমি কি তোরে বইসে বইসে এখন বদু ভাই রে চিনাব? হাহহ...উনি, দেশের মহামান্য রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী... তোদের, বিএনপি’র একজন মাথা... আর উনি আমার কি, তোরে তাও বলা লাগবে? হাহহ...”
“উনি কি জানে তুই এখানে দলের নামে চাঁদা নিতে এসেছিস? ওরে ফোন দিয়ে জিজ্ঞেস করব? কি জানি নাম বললি তোর?”
চাঁদাবাজ সাহেব পুরাই ভড়কে গেল।
উনি বললেন, “আসলে ইয়ে মানে সাংগঠনিক ব্যাপারে ওতও উঁচু মানুষ ইনভল্ভ হয় নাহ... তাই উনি এই ব্যাপারটা জানেন না”।
চাপাবাজ বলতে থাকলেন, “তুই উঁচু মানুষের বাসায় এসে চাদা চাইবি... আর তোর দিকের উঁচু মানুষকে ইনবল্ভ করবি না... এ কেমন কথা? যা তোর উদ্ধতন বস কে নিয়ে আয়”
চাঁদাবাজ সাহেব ঝড়ের বেগে বের হয়ে গেলেন
আমি চাপাবাজকে চোখ বড় করে বললাম, “কর্নেল হালিম কে? আমি তো জানি আপনি ঠিকাদার মানুষ”
উনি হাসতে হাসতে বললেন, “কর্নেল ডালিমের সাথে মিলায় বলে দিলাম হালিম... আর কিছু মাথায় আসছিল না তাই”
আর আর “বদু কাহিনী কি? উনাকে আপনি আসলেই চিনেন?? আর ইয়ে আমাদের কারেন্ট রাষ্ট্রপতির ডাক নাম কি আসলেই বদু নাকি?
উনি সোফায় হেলাম দিয়ে বললেন “আরে নাহ... দেশটাই তো চলতেছে চাপার উপর। :p
এর পর থেকে... বিপদে পরলে মাঝে মাঝে, আমি উনার স্টাইল ফলো করি।
যেখানে যেটা বলা দরকার...কখনও গম্ভির মুখে বলি... কই আপনাদের “খোকাবাবু/সাজেদা-বুজি/ নানাভাই (হু ম এরশাদ :p)” তো কিছু বলল না... গতকালকেও তো দেখা হল। (তবে উনার ‘বদু ভাই’ নামকরণটা বেশী জোশ ছিল... উনার মত মিলাতে পারি না... তবে ঠেকার কাজ চলে যায় :p)
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]
