বিদিশি বিদিশি বিদিশি

আমাদের একটা দুর্বলতা হল যে কোনও সাদা চামড়ার মানুষ দেখলে আমরা কেমন জানি হয়ে যাই বুকের মধ্যে দুকদুকানি শুরু হয়ে যায়

আমার ড্রাইভার, বিদেশী মানুষ দেখলেই হাসি হাসি মুখ করে স্ট্যাচু হয়ে যায়! যতক্ষন না সেই বিদেশী, সেই স্থান ত্যাগ না করে, ততক্ষন সে হাসি হাসি মুখ করে ওর দিকে তাকিয়ে থাকবে।

আচ্ছা ড্রাইভারের কথা বাদ দেই... আমার এক বন্ধুর কথাই বলি, ‘তখন স্কুলে পড়ি... একসাথে দুইজন রিক্সা করে কোথায় জানি যাচ্ছিলাম, রিক্সা যেই মোড় ঘুরতে যাবে তখনই সে বসা অবস্থা থেকে রিক্সার উপরে দাড়িয়ে, ‘এই বিদিশি বিদিশি বিদিশি... দেখ দেখ, বিদিশি বিদিশি বিদিশি’’ বলে লাফ দিয়ে চলন্ত রিক্সা থেকে নেমে পরল!

আচ্ছা বন্ধুর কথা বাদ দেই... আমার নিজের কথাই বলি, কোনও এক বৃহস্পতিবার আমি আর আমার বউ গুলশান এভেনিউতে কুমুদিনীর চটপটির দোকানে বসে ফুচকা খাচ্ছি; পাশের টেবিলে দেখলাম দুই বিদিশি কয়েকজন বাঙালির কাছে বুঝতে চাচ্ছে যে এই ফুচকা আসলে কি জিনিষ। কেউ বলছে this is spicy flying saucer বা কেউ বলছে potato curry inside UFO. বিশাল হাসাহাসি হচ্ছে ওই টেবিলে। আমি ও দাঁত বের করে হাতে ফুচকার বাটি নিয়ে ওদের কথা কান খাড়া করে শুনছি!

একটু পরে বউ বলল, আরিফ এক কাজ কর, তুমি বরং পাশের টেবিলে যেয়ে বস, উঠো উঠো। আমি উঠতে যাব এমন সময় মনে হল "আচ্ছা , :p "

আমরা সবাই কম বেশী বিদেশ গিয়েছি... অনেক দেশ ঘুরেছি, সেখানে তো আমরা বিদিশি... কিন্তু এরকম অতিথিওতা কি কোথাও দেখেছি? আমরা ফর্সা নয় দেখে দেখিনি? ওমা, সাউথ ইন্ডিয়াতে তো আমাকে রজনিকান্তের থেকে বেশী ফর্সা লাগে... নাইজেরিয়াতে তো আমাকে রাজপুত্রের মত লাগে; ওখানে তো এরকম দেখিনি!

সবাই এই দুকদুকানিকে যাই বলুক না কেনও, এটা আসলে আমাদের একটা বিশালল গুন! ...জাতীয় গুন!

কিছু না করতে পারি, potato curry inside UFO বলে তো ওদের বুঝাতে পারি আমরা একটা রসিক জাতি... কিছু না করতে পারি, চলন্ত রিক্সা থেকে নেমে পরে ওদের কাছে যেয়ে তো অন্তত বুঝাতে পারি যে আমরা হারম্লেস, কেয়ারিং জাতি... কিছু না করতে পারি, স্ট্যাচুর মত দাড়িয়ে হাসি হাসি মুখ করে তো অন্তত ওদের বুঝাতে পারি যে আমরা হাসিখুশি একটা জাতি!

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Saturday, 24 November 2012 ]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম