মেয়েদের নৈতিক শিক্ষা

আমার স্ত্রী Bithi'র মতে, আমি নাকি আমার বড় কন্যা Nameera'র নৈতিক শিক্ষা-দিক্ষার ব্যাপারে চরম উদাসীন। এরকম লাগাতার অভিযোগের ফলশ্রুতিতে আমি আজ শুক্রবার বন্ধের দিনে সকাল সকাল মেয়েকে নিয়ে পড়ার টেবিলে বসি। সামনে নৈতিক শিক্ষার বই ‘জ্ঞানই আলো’ (তিনি মনেহয় শপিং এ যাওয়ার পথে কোনও একটা সিগন্যালে গাড়িতে বসে থাকতে থাকতে কিনেছে এই বইটি)

বইটি উল্টিয়েই প্রথম যে কবিতাটি চোখে পড়ল তা হলঃ

‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’

আমি আমার কন্যাকে দীক্ষা দাওয়া শুরু করলাম। সে খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনছে। আমি বললাম দেখো মা, এটা একটা বিখ্যাত কবিতা...প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটা পড়বে। কিন্তু এখানে একটু কারেকশন আছে। অনেক আগের লেখা কবিতার বই তো তাই। এখানের দ্বিতীয় লাইনটাতে ‘সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ এর জায়গায় হবে ‘সারাদিন আমি যেন মানুষ হয়ে চলি’। মেয়ে কি বুঝল জানি নাহ কিন্তু ‘ভাল’ এর জায়গায় যে ‘মানুষ’ বলতে হবে তা সে একবারেই ধরতে পারল।

আমি বলতে থাকলাম, ‘ভাল হয়ে চলি’ আর ‘মানুষ হয়ে চলি’ এক জিনিষ না। মনে করো তুমি রিক্সা দিয়ে কোথায় ঘুরতে যাচ্ছ, রিক্সা ভাড়া হওয়া উচিত ১০ টাকা কিন্তু রিক্সাওালা চাচ্ছে ২০ টাকা... তখন তুমি কি করবে? সে উত্তর দিলো যে, ‘মাম্মি বলছে বেহুদা টাকা নষ্ট করা একদম ভাল কাজ নাহ’। আমি বললাম গুড এখন তাহলে ‘ভাল’ হয়ে চলতে হলে এখানে ওকে ধমক দিয়ে হলেও ১০ টাকা দিয়েই নেমে পড়তে হবে। আর যদি ‘মানুষ’ হয়ে চলতে হয় তাহলে কিছুটা কন্সিডার তো করতেই হবে। সে কি বুঝল জানি নাহ, হ্যাঁ করে তাকিয়ে থাকলো। আরও ২/১ টা উদাহরন দিয়ে মেয়েকে বিষয়টা আরও পরিস্কার ভাবে বুঝাতে যাব ঠিক এমন সময় আমার স্ত্রী ধাম করে রুমে আসলো। এসে বলল, কি সব উল্টা পাল্টা শেখাচ্ছও? এই কবিতাটা কালকে ও স্কুলে শুনাবে আর তুমি ভুল শেখাচ্ছও? …*&%*&^$&^*%^&$&…আজকের মত পড়াশোনা এখানে সমাপ্ত হল।

দুপুরে ভাত খেয়ে মেয়ে কে নিয়ে শুতে যাব তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, ‘মা বলও তো, সকালে কি কবিতা শিখিয়েছিলাম?’ সে বলল, ‘সারাদিন আমি যেন মানুষ হয়ে চলি, টাইগার না হয়ে চলি... হি হি’ (বলেই সে টাইগার কিভাবে চলে করে তা বিছানার উপর দেখাতে থাকলো)

তার মা আমাদের দিকে টাইগার চক্ষু করে তাকিয়ে থাকলো... আমি কোনও দিকে না তাকিয়ে আমার দুই কন্যাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দিলাম ঘুম।

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম