ঢাকা শহরের সিগন্যালে

ঢাকা শহরের সিগন্যালে, আগে বিক্রি হত ফুল আর পানি... ইদানিং বিক্রি হচ্ছে বই, প্যাকেট করা শসা, প্লাস্টিকের বাটি, বই-ম্যাগাজিন ইত্যাদি। 

গতকালকে একটা মিলাদের অনুষ্ঠানে যাওয়ার সময় সিগন্যালে বসে, বেলি ফুল কিনতে কিনতে এই সেক্টর নিয়ে চিন্তা মাথায় ঢুকে গেলো :p ... আচ্ছা, অবশ্যই এখানে রেভোলিউশন আনার সুযোগ আছে। যেমন, যদি সিগন্যালে; লেটেস্ট ডিভিডি/ সিডি পাওয়া যেত, আমি অবশ্যই কিনতাম... তারপরে মনে করেন, যদি কিছু ফার্স্ট-এইড মেডিসিন্স পাওয়া যেত যেমন, নাপা/এন্টাসিড, তাহলেও আমি কিনতাম... এমনকি, কেউ ১০ টাকা দিয়ে প্রেসার মেপে দিতে চাইলেও মাপাতাম... কেউ ৫ টাকা বেশী নিয়েও ফ্লেক্সি লোড করে দিলে, করতাম। এরকম অনেক কিছুই মাথায় আসছে কিন্তু গুছাতে পারছি নাহ।

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Monday, 19 November 2012]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম