Life isn't badd as it soundss

৯০ দশকের মাঝামাঝি সময়ের কথা... হলিক্রস স্কুলের রড্রিক্স স্যার নামের এক ইংলিশ টিচারের কাছে পড়তে যেতাম। ওই ব্যাচে ছিলাম আমরা ৩ টা ছেলে আর ৪ টা মেয়ে। উনি আবার ক্লাস নিতেন সকাল ৭ টা থেকে। এরকম একদিন উনার কোচিং এ পরীক্ষা দিছি... হঠা পেটের ভিতর গুরগুরগুর করে শব্দ করে উঠল। সকালে তাড়াহুড়া করে বের হয়েছি বলে কিছু খেয়ে আসতে পারিনি। খিদা লাগলে যেরকম আওয়াজ হয় আর কি!

আমি তো ভাবলাম নিজের পেটের ভিতরের শব্দ নিজে ছাড়া অন্য কারও পক্ষে টের পাওয়া যায় নাহ।

পিনপতন নিস্তব্ধটায় পরীক্ষা দিচ্ছি... পেট আবার ডেকে উঠল!

পাশে বসে থাকা এক মেয়ে আর এক ছেলে আমার দিকে তাকাল। আমি লজ্জায় খাতার উপর থেকে মাথা সরালাম নাহ।

একটু পরে আবার গুরগুরগুর!

পরীক্ষা শেষ হলেএকজন গোলগাল মত মেয়ে এগিয়ে এসে আমাকে বলে, ‘শুনো তোমার পেট থেকে বিশ্রী শব্দ বের হচ্ছে... নাও ডিম রোল খাও’ বলে সে তার টিফিন বক্স থেকে পরাটায় মোড়ানো কি জানি একটা বের করে দিলো।

সেইই দিন থেকে ওই গোলগাল মেয়েটি আমার জীবনের অংশ হয়ে গিয়েছে। এখনও মাঝরাতে পেটে গুরগুরগুর শব্দ হলেআমি টের পাওয়ার আগেই সে টের পেয়ে আস্তে করে বিছানা থেকে নেমে চোখ কচলাতে কচলাতে ফ্রিজের দিকে যায়! আহহ life isn't badd as it soundss

NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম