একজন ইনবক্স করল, "ভাইয়া কুশপুত্তলিকা কোথায় পাওয়া যায়? একটু জানান তো... আর্জেন্ট"
'এটা তো রেডি-মেইড পাওয়া যাওয়ার কথা না'
"তাইলে?... উপায়? ...আচ্ছা কারা অর্ডার নেয়? ওদের নম্বর আছে?"
'কেনও রে? হঠাৎ কুশপুত্তলিকা কেন?'
"বুয়েট যাব... আন্দোলনে যোগ দিব"
'এটা তো রেডি-মেইড পাওয়া যাওয়ার কথা না'
"তাইলে?... উপায়? ...আচ্ছা কারা অর্ডার নেয়? ওদের নম্বর আছে?"
'কেনও রে? হঠাৎ কুশপুত্তলিকা কেন?'
"বুয়েট যাব... আন্দোলনে যোগ দিব"
'আমি তো জানতাম তুমি আহসানউল্লাহ তে পড়'
"ভাইয়া, থিসিস করছি যার আণ্ডারে সে বুয়েটের এক্স শিক্ষক... খুব ভাল মানুষ" তাই
'ও'
"ভাইয়া ব্যানারের জন্য কিছু ক্রিয়েটিভ ডায়লগ দেন তো... ব্যানার হাতে ধরে ছবি তুলে আপনাকে দিব... আপ কইরেন"
'এই মুহূর্তে তো মনে পড়ছে না যে... একটু সময় দাও'
"আচ্ছা বস, কয়েকদিন আগে আপনি মডিফাইড প্রবাদ-প্রবচন নিয়ে একটা পোষ্ট দিয়েছিলেন... আজকে, আপাতত ওখান থেকে কিছু নিয়ে ব্যানার বানাই। চিন্তা কইরেন না... ব্যানার হাতে ছবি তুলে ফেসবুকে দিলে আমি আপনাকে ট্যাগ করব।"
'আচ্ছা ঠিক আছে'
(এখন মনে হচ্ছে...ওদিনের পোষ্টে,
“মায়ের থেকে মাসির দরদ বেশী,
বুয়েটের থেকে আহসানুল্লাহর ত্যাজ বেশী”
এরকম একটা কিছু কেনও রাখলাম না.. ইসস)
----
**আচ্ছা, ভাল কথা, 'কুশপুত্তলিকা আসলেই পাওয়া যায় কোথায়'? নির্বাচনের আগে কুশপুত্তলিকার একটা দোকান খুললে মন্দ হয় নাহ। আমরা তো জানিই কার কার পুত্তলিকা দাহ হইবার সম্ভাবিলিটি আছে :p
'অন স্পট ডেলিভারি সার্ভিস' থাকবে... ফোনে অর্ডার দিবেন, জায়গা মত আমাদের সেলসম্যান মোটরসাইকেলের পিছে বসায়ে পুত্তলিকা স্পটে নিয়ে আসবে... দৌড়াদৌড়ির কারনে পরে চালানে সাইন করলেও হবে’
ব্যাবসার ট্যাগ লাইনও মোটামোটি ঠিক করে ফেলেছি, “You desire… we bring…u burn” :/
"ভাইয়া, থিসিস করছি যার আণ্ডারে সে বুয়েটের এক্স শিক্ষক... খুব ভাল মানুষ" তাই
'ও'
"ভাইয়া ব্যানারের জন্য কিছু ক্রিয়েটিভ ডায়লগ দেন তো... ব্যানার হাতে ধরে ছবি তুলে আপনাকে দিব... আপ কইরেন"
'এই মুহূর্তে তো মনে পড়ছে না যে... একটু সময় দাও'
"আচ্ছা বস, কয়েকদিন আগে আপনি মডিফাইড প্রবাদ-প্রবচন নিয়ে একটা পোষ্ট দিয়েছিলেন... আজকে, আপাতত ওখান থেকে কিছু নিয়ে ব্যানার বানাই। চিন্তা কইরেন না... ব্যানার হাতে ছবি তুলে ফেসবুকে দিলে আমি আপনাকে ট্যাগ করব।"
'আচ্ছা ঠিক আছে'
(এখন মনে হচ্ছে...ওদিনের পোষ্টে,
“মায়ের থেকে মাসির দরদ বেশী,
বুয়েটের থেকে আহসানুল্লাহর ত্যাজ বেশী”
এরকম একটা কিছু কেনও রাখলাম না.. ইসস)
----
**আচ্ছা, ভাল কথা, 'কুশপুত্তলিকা আসলেই পাওয়া যায় কোথায়'? নির্বাচনের আগে কুশপুত্তলিকার একটা দোকান খুললে মন্দ হয় নাহ। আমরা তো জানিই কার কার পুত্তলিকা দাহ হইবার সম্ভাবিলিটি আছে :p
'অন স্পট ডেলিভারি সার্ভিস' থাকবে... ফোনে অর্ডার দিবেন, জায়গা মত আমাদের সেলসম্যান মোটরসাইকেলের পিছে বসায়ে পুত্তলিকা স্পটে নিয়ে আসবে... দৌড়াদৌড়ির কারনে পরে চালানে সাইন করলেও হবে’
ব্যাবসার ট্যাগ লাইনও মোটামোটি ঠিক করে ফেলেছি, “You desire… we bring…u burn” :/
NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট
http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 14 November 2012]
