কোরবানির মাংস বিতরণ

সে অনেক দিন আগের কথা; যখন নতুন নতুন গাড়ি চালানো শিখলাম, তখন কোরবানি ঈদের দিন আম্মা, আত্বীয়স্বজনদের বাসায় মাংস বিতরনের জন্য গাড়িতে অনেকগুলো মাংসের প্যাকেট তুলে দিত! ২০/৩০ টা পোটলা নিয়ে, একে তো হিমসিম খেয়ে যেতাম আর ওদিকে, গাড়িতে মাংসের গন্ধ প্রায় ৭ দিন থেকে যেত !

একটু যখন বড় হলাম, বুদ্ধি করে, আম্মার চোখ ফাকি দিয়ে দুইটা পোটলা নিয়ে বের হতাম ২০/৩০ টা বাসা কভার করার জন্য! এক বাসায় যেতাম; একটা পোটলা দিতাম... আর ওরা যে পোটলা দিত, ওটা আবার আমি পরের বাসায় দিতাম... আবার পরের বাসা থেকে পাওয়া পোটলা দিতাম, নেক্সট বাসায়... এভাবে সহজেই ২০/৩০ বাসা কভার করা যেত + গাড়ি ও গন্ধ হত না !! ও হ্যা, এই টেকনিকের জন্য শুধু একটা পোটলা নিয়ে বাসা থেকে বের হলেই হত; কিন্তু আরেকটা পোটলা এক্সট্রা রাখতাম ব্যাকাপ প্ল্যান হিসেবে; যদি কেউ ফিরতি পোটলা না দেয়, তাই!

গতকাল; ছোট ভাইকে দেখলাম ৪০ জন আত্বীয়ের বাসা কভার করতে, লুকিয়ে লুকিয়ে আম্মার ও আমার চোখ ফাকি দিয়ে বাসা থেকে বের হচ্ছে, "তিনটা পোটলা হাতে নিয়ে..".

দেখতে ভালই লাগলো যে, সে আমার থেকে বেশী সেইফটি ফেক্টর নিয়ে জীবনে পার করছে।

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম