Corporate Social Responsibility

চিটাগাং থেকে আগতএক লাল টাই পড়া আদমি আমার রুমে বসেআমাকে বুঝাচ্ছেন করপুরেট চোঁচ্যাল রেচপঞ্চিবিলিটি’ কি জিনিষ। তিনি আমাকে দিয়ে নেক্সট জব্বারের বলী খেলা’ স্পন্সর করাতে চাচ্ছেন। তার কফিতে চুবিয়ে বিস্কুট খাওয়া আর লেকচার দেওয়াটা শেষ হউক আগে... তারপর বুঝাইতেসি উনারে 'করপুরেট লেভেলেচোঁচ্যালিজব্বারের বলী খেলারুমে বসে কেমনে খেলতে হয়'... ওয়েট!

উনার কফি খাওয়া শেষ হবার পরউনাকে ঝাড়ি দিতে যাবএমন সময় প্রপোজাল পেপারের দিকে তাকিয়ে উনার ফুল পরিচয় পেলাম। এই লাল টাই হললাস্ট তিন বারের চ্যাম্পিয়ন ইকবাল বলীকে হারিয়েকাপ ছিনিয়ে নাওয়ার নায়ক বলী আলী পালোয়ান। টাই এর কারনে ওর সিনা কত চওড়া আগে বুঝতে পারি নাই। মানির ম্যান আল্লাহ্ রাখসে।

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম