চিটাগাং থেকে আগত, এক লাল টাই পড়া আদমি আমার রুমে বসে, আমাকে বুঝাচ্ছেন ‘করপুরেট চোঁচ্যাল রেচপঞ্চিবিলিটি’ কি জিনিষ। তিনি আমাকে দিয়ে নেক্সট ‘জব্বারের বলী খেলা’ স্পন্সর করাতে চাচ্ছেন। তার কফিতে চুবিয়ে বিস্কুট খাওয়া আর লেকচার দেওয়াটা শেষ হউক আগে... তারপর বুঝাইতেসি উনারে 'করপুরেট লেভেলে, চোঁচ্যালি, জব্বারের বলী খেলা, রুমে বসে কেমনে খেলতে হয়'... ওয়েট!
উনার কফি খাওয়া শেষ হবার পর, উনাকে ঝাড়ি দিতে যাব, এমন সময় প্রপোজাল পেপারের দিকে তাকিয়ে উনার ফুল পরিচয় পেলাম। এই লাল টাই হল, লাস্ট তিন বারের চ্যাম্পিয়ন ইকবাল বলীকে হারিয়ে, কাপ ছিনিয়ে নাওয়ার নায়ক বলী ‘আলী পালোয়ান’। টাই এর কারনে ওর সিনা কত চওড়া আগে বুঝতে পারি নাই। মানির ম্যান আল্লাহ্ রাখসে।
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট
http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]