প্রাণীদের মধ্যে, ‘কুকুর’ নিয়ে যাদের সক্ষতা আছে তারা এই বিষয়গুলো ভাল করে জানেন… যে;
-আপনাকে দেখে... কুকুর যদি, ‘লেজ নাড়ায়’ ...তারমানে... ‘তার আপনাকে বেশ পছন্দ হয়েছে’
-আপনাকে দেখে... কুকুর যদি, ‘দুই পায়ের মধ্যে লেজ গুঁটিয়ে নেয়’... তারমানে... ‘সে আসলে ভয় পেয়েছে’
-আপনাকে দেখে... কুকুর যদি, ‘লেজ না নড়িয়ে সোজা খাড়া করে রাখে’... তারমানে... ‘সে আপনাকে অ্যাটাক করার সুযোগ খুঁজছে’
কুকুর আপনাকে পছন্দ করলেও ‘ঘেউঘেউ’ করবে... ভয় পেলেও ‘ঘেউঘেউ’ করবে আর আক্রমন করলেও ‘ঘেউঘেউ’ করবে। সুতরাং ওদের মুখের কথা দিয়ে ওদের মনের কথা বুঝার উপায় নেই। লেজের দিকে লক্ষ্য রাখলেই আপনি ওদের মনের কথা পানির মত বুঝে ফেলতে পারবেন
ইদানিং… মানুষের, ‘মুখে এক কথা আর মনে থাকে আরেক কথা’। তাই ভাবছি... মানুষের মাঝেও যদি এরকম কিছু বডি ল্যাঙ্গুয়েজ থাকতো যেটা দিয়ে ওদের মনের কথাটা বুঝা যেত :p
যেমন, কোনও মন্ত্রি, মিডিয়ার সামনে তার মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কোনও কর্মচারীকে দুর্নীতির দায়ে কষে চড় দিলেন কিন্তু উনার পিছনে তাকিয়ে দেখা গেল, ‘তার লেজ দেদারসে নড়ছে’ :p
বা… প্রতিবন্ধী চেহারার কোনও মন্ত্রি ক্যামেরার সামনে ৩২ টা দাঁত বের করে বলছেন যে, ‘পদ্মা সেতুতে আমি এক বিন্দু পরিমান দুর্নীতি করিনি… পারলে দেখি তদন্ত করে বের করেন আমার দুর্নীতি’… ক্যামেরা উনার লেজের দিকে ফোকাস করলে দেখা গেল তিনি যতই ভারিক্কি ডায়লগ মারুক না কেনও, ‘তিনি লেজ কেনও জানি গুঁটিয়ে রেখেছেন’
বা… কোনও গনতন্ত্রপ্রেমী মন্ত্রি, চিপায় পরে সাংবাদিক ভাইদের ভূয়সী প্রশংসা করছেন তার সরকারের আমলের দুর্নীতির বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য; কিন্তু ল্যাজটা কেনও জানি একদমম খাড়া করে রেখেছেন :p
মুসিবত!
NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট
http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Monday, 19 November 2012]
