মোবাইল ফোনের প্রযুক্তি আসার আগের একটা জিনিষ আমি খুব মিস করি... তা হল ‘টি.এন.টি’ তে আসা রঙনাম্বার গুলো। আব্বার কাছে মার পর্যন্তও খেয়েছি এসব রঙনাম্বারগুলো রাইটলি হেন্ডেল না করার জন্য...
আহহ... মোবাইল ফোন আসার আগের সেই টিএনটি ফোনের দিনগুলো খুব মিস করছি, এখনও মনে পরেঃ
Caller: হ্যালো এনায়েত সাহেব আছেন?
আমিঃ জী উনি তো এই মাত্র বের হয়ে গেলেন
Caller: কোথায় গিয়েছে জানেন কি?
আমিঃ উনি সদরঘাটে গিয়েছেন... জামিনের জন্য
Caller: জামিনের জন্য? কার জামিনের জন্য?
আমিঃ নিজের জামিনের জন্য
Caller: মানে কি?
আমিঃ আর বইলেন না, মার্ডার কেইসে জামিন পাইসে কিন্তু ডাকাতির মামলাটায় উনার জামিন নামঞ্জুর
Caller: হ্যালো... এটা কোন এনায়েত সাহেবের বাসা?
আমিঃ এটা হুন্ডি ব্যবসায়ী এনায়েত পাটোয়ারির বাসা... আপনি কোন এনায়েত সাহেব কে চাচ্ছেন?
খট করে ফোন রেখে দিলো বেচারা
আমি ফোন রেখে যে কাজ করছিলাম সেই কাজ করতে থাকি নির্লিপ্ত ভাবে। একটুও খারাপ লাগত না এসব করতে। যে মানুষ দেখে শুনে ডায়াল করতে পারে না তাদের সাথে আবার মধু দিয়ে কথা বলব তা তো হয় নাহ।
NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট
http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Saturday, 24 November 2012]
