“..বাচ্চা ঘুম পাড়ানো রীতিমতো একটা আর্ট। মাঝে মাঝে দেখা যায় ১০ মিনিটে আমার আর্ট ওয়ার্ক কমপ্লিট ... মাঝে মাঝে দেখা যায় দেড় ঘণ্টা পার হয়ে গেছে তবুও আর্ট শেষ করার কোনও ক্রিয়েটিভ পথ খুজে পাচ্ছি নাহ ... আবার মাঝে মাঝে দেখা যায় আর্ট শেষ হয় নায় কিন্তু আমি শিল্পী ঘুমিয়ে গেছি :((.. তবে হ্যাঁ এরকম ক্ষেত্রে বেশিরভাগ সময়েই দর্শক ম্যাডাম শিল্পীকে ঘুম থেকে টেনে তুলে আবার অসমাপ্ত আর্ট ধরিয়ে দেন))। তবে দিনের শেষে মাশাল্লাহ খুব খুব্ব ভাল লাগে যখন আর্টিস্ট হিসেবে দেখি যে আমার আর্ট ওয়ার্কটা অনেকক গভীর হয়েছে। দর্শক ম্যাডামও খুশি ....আর্টিস্ট মহাশয়ও খুশি।”
..উপসংহারঃ a true artist never gets paid for his labor BUT at the end of the day his VISION does pay off!
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]
..উপসংহারঃ a true artist never gets paid for his labor BUT at the end of the day his VISION does pay off!
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]