৯০ এর মাঝামাঝি সময়ের দিকে, আইডিয়াল স্কুলের টিচাররা এক ধরনের শাস্তি দিতেন। ছাত্ররা এটার নাম দিয়েছিল “গায়েবী হোন্ডা শাস্তি”
দণ্ডিত ছাত্রকে, ব্ল্যাক বোর্ডের কাছে এসে, ছাত্রদের দিকে মুখ করে হোন্ডায় চড়ার মত করে বসে থাকতে হবে। ‘রিয়েল হোন্ডায় বসা’ আর ‘এটার’ মধ্যে পার্থক্য শুধু একটাই যে, এখানে, বাতাসের হোন্ডায় বসতে হবে। অনেক কষ্টকর একটা শাস্তি ছিল এটা; হাত, কোমর ধরে যেত। ৩০ মিনিটের এই শাস্তি উপভোগের পর, আর বেঞ্চে ফিরে যেয়ে বসতে ইচ্ছে হত না; মনে হত, সারা জীবন দাড়িয়ে পার করে দিতে পারলেই বুঝি জীবনের সার্থকতা :p
ইদানিং ঢাকার ট্র্যাফিক জ্যামে বসে থাকতে থাকতে হঠাৎ করে ছোটবেলার সেই শাস্তিটার কথা মনে পরে গেলো।
‘তখনকার ওই শাস্তিটা’ ভাই ‘এখনকার এই ট্র্যাফিক জ্যামে স্টিয়ারিং এ হাত দিয়ে চুপ করে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার শাস্তি’ থেকে বেশশ ভাল ছিল।
তখন, স্যারের অলক্ষে, কোমর ব্যাথা হয়ে গেলে তো এটলিস্ট উচু-নিচু করা যেত!
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট
http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Saturday, 24 November 2012]
