অলিম্পিক গেমস এ শুনলাম বাংলাদেশের এক তীরন্দাজ ৬১ তম হয়েছে (৬৪ জনের মধ্যে)
আমাদের সিলেকশন বোর্ড করে কি শুনি !
প্লেয়ার সিলেক্ট করাও একটা আর্ট ... তীরন্দাজ নিতে হবে আমাদের ময়মনসিংহ হতে ... "চর দখলের রক্ত" এদের মধ্যে প্রকট ... বাচ্চা বয়স থেকে এরা লুডু না খেলে তীরন্দাজী করে । নানার কাছে শুনেছিলাম, এই চর দখল ব্লাড তীরন্দাজগীরী তে এতটাই এক্সপার্ট যে, কথিত আছে...একবার, এক ডাব চোর নাকি বগলদাবা করে ডাব নিয়ে পালাচ্ছিল ... এটা দেখে এক পিচ্চি, এমন তীর চালিয়েছিল যে সেই তীর এক কিঃমিঃ ফ্লাই করে চোরের বগলের নিচের ডাব গেঁথে ফেলেছিল (বগলের চুলে নাকি একফোটা আচও লাগেনি) । সুতরাং তীরন্দাজ সিলেক্ট করতে হবে এরকম 'চর দখল' অঞ্চল হইতে
তারপর মনে করেন, অলিম্পিকের তলোয়ার খেলোয়ার সিলেক্ট করতে হবে এক্টিভ শিবির কর্মী হইতে !
বোকা কোথাকার ... সব আমি বলে দিলে, তোরা কি করবি?
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট
http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Monday, 19 November 2012]
