এফএম রেডিও

সকালে মেয়েকে স্কুলে ড্রপ করতে যাবার সময় গাড়িতে রেডিওটা অন করলাম। যে এফএম চ্যানেলটা টিউন করা ছিল ওখানে একটা প্রোগ্রাম চলছে... নাম হল ‘সাত সকালের কান টেস্ট’

ইন্টারেস্টিং প্রোগ্রাম... এখানে রেডিওতে একটা শব্দ শুনানো হবে। লিসেনারসদের বলতে হবে এটা কিসের শব্দ! প্রথম ৩ জন সঠিক উত্তরদাতা পাবেন, গিফট হেম্পার

আমি আর আমার মেয়ে কান খাড়া করে অপেক্ষা করছিঃ

থ্রি...টু...ওয়ান; লিসেনারস সাউন্ডটি শুনুনঃ

"খশ... খশ...খশ...ও... ও... ও... খশ...খশ... গ্যেএএ ...গ্যেএএ ...ওয়াকক থু"

শ্রোতামণ্ডলী বলুন তো এটা কিসের শব্দ

মেয়ে বলল, ‘বাবা প্রথমটা টিথ ব্রাশ করার শব্দ... পরেরটা কি’?

আমি বললাম, “কুলি করার শব্দ মা”

রেডিওটা অফ করে দিলাম!

সিরিয়াসলি... আমাদের এফএম দের এই অধঃপতন???? ‘কান টেস্ট’ নামে যদি প্রোগ্রাম করতেই হয় কর... ভাল কিছু কর। কিছুই না পেলে... জীব জন্তুর ডাক শোনা; বাচ্চারা কিছু শিখুক! বড়দের জন্য কিছু করতে চাইলে “বিখ্যাত বানী” শোনা; কার বানী বলতে পারলে পুরস্কার দে। ক্রিয়েটিভ আইডিয়ার অভাবব আছে?

মেয়েকে স্কুলে ড্রপ করে অফিসে যেতে যেতে আবার ছাড়লাম ওই চ্যানেল; “লিসেনারস আমরা পেয়ে গেছি ৩ জন বিজেতা... জি হ্যাঁ ‘এটা দাত ব্রাশ করার শব্দ’... প্রথম বিজয়ী, রাম্পুরা থেকে এডভোকেট নজরুল, দ্বিতীয় কলাবানাগ থেকে অগ্রণী স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী পিঙ্কি... ও তৃতীয় হলেন...”

রেডিওটা আবার অফ করে দিলাম!

যে প্রোগ্রাম ডিরেক্টর জোকারি করার জন্য বাথরুমে মাইক্রোফোন নিয়ে ঢুকতে পারে, সে এতো সহজে, শুধু "খশ... খশ...খশ...ও... ও... ও... খশ...খশ... গ্যেএএ ...গ্যেএএ ...ওয়াকক থু"’ রেকর্ড করে বের হবে বলে তো মনে হয় নাহ।

দিন দিন আমরা SICK হয়ে যাচ্ছি SICKK

NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Monday, 19 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম