বয়স্ক বিজ্ঞ ডাক্তার সাহেব আমার ডাক্তারি জ্ঞান দেখে সেই রকম মুগ্ধ। একজন রোগী হয়ে আমি রোগ সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে এতো কিছু আগে থেকে জেনে রেখেছি দেখে উনি আসলেই অভিভূত। উনি তো বলেই ফেললেন, ‘দেখুন জেন্টেলম্যান, আপনার মত সব পেসেন্টেরই উচিত টুকটাক নলেজ রাখা... আপনার মত মেচিউরড পেসেন্ট পেয়ে আজ খুব ভাল লাগছে’।
খুশি খুশি আলাপ শেষ করে উঠতে যাব, এমন সময় ডাক্তার সাহেবের টেবিলের উপরে রাখা একটা বক্সের দিকেইঙ্গিত করে বললাম; ‘আঙ্কেল, কিছু মনে না করলে আমাকে কি ২ টা প্লাস্টিকের হ্যান্ড গ্লভস দাওয়া যাবে?’ উনি বললেন, ‘শিওর জেন্টেলম্যান শিওর... তো কি কাজে লাগবে এটা আপনার জানতে পারি? (উনি ভেবেছিলেন যেহেতু আমি ডাক্তারি নিয়ে যথেষ্ট জ্ঞান রাখি সুতরাং এগুলো দিয়ে কোনও একটা ডাক্তারি রিসার্চই করবো বোধয়)’। আমি উত্তর দিলাম, ‘এটা ফুঁ দিয়ে ফুলিয়ে বেলুন বানিয়ে আমার দুই মেয়ে কে গিফট করবো... সচরাচর রাউন্ড বেলুন দেখে ওরা অভ্যস্ত তো তাই হ্যান্ড-সেইপ এর বেলুন দেখলে ওরা খুশিই হবে।’
ডাক্তার সাহেব থতমত খেয়ে দুই পেয়ার নতুন প্লাস্টিকের হ্যান্ড গ্লভস বের করে দিলেন। আমি দরজা দিয়ে বের হওয়া পর্যন্ত উনি আমার দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে ছিলেন। আমি এরকম আচরন করবো জানলে বোধয় ডাক্তার সাহেব আমাকে ‘জেন্টেলম্যান’ বা ‘মেচিউরড পেসেন্ট’ এরকম বিশেষণগুলো দিতেন নাহ। আমি সোজা রুম থেকে বের হয়ে গেলাম... ঘুরে ডাক্তার সাহেবের চোকের দিকে তাকানর সময়ও যে এখন নেই ... এখনই অফিসে যেয়ে সাদা গ্লভসগুলো মার্কার দিয়ে রং করে হলুদ বানাবো, তারপর যেতে হবে ওয়ান্ডারল্যান্ডের সামনে... হ্যান্ড গ্লভস গুলোর ভিতরে ৫০ টাকা দিয়ে হিলিয়াম গ্যাস ভরতে হবে, এগুলই যে আজকে আমার দুই মেয়ের ‘ফালগুণের’ উপহার... ডাক্তার সাহেবের চোকের দিকে ফিরে তাকানোর সময় কোথায়??????
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট
http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]
