একটা চ্যানেলে দেখলাম ঈদ উপলক্ষে স্পেশাল রিয়েলিটি শো দেখাচ্ছে। কপোতী, ৫ ফিট দূর হতে মিস্টি ছুড়ে দিবে আর কপোত ভাই সেই উড়ন্ত মিস্টি, মুখ হ্যা করে মুখে ঢোকাবেন। পর পর ৩ টা মিস্টি মাটিতে পরে গেলে সেই কপোত-কপোতী ডিসকুয়ালিফাইড
আমার তো এতদিন ধারণা ছিল, আমাদের দেশী চ্যানেল্রা শুধু ইন্ডিয়ার চ্যানেল ফোলো করে; কিন্তু ইদানিং দেখি তারা "এনিমেল প্লেনেট" কেও ফোলো করছে... যাহহ
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট
http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Monday, 19 November 2012]