বেশ কয়েকদিন থেকেই এরকম ইনবক্স পাচ্ছি যে, “ভাইয়া, আপনার ফ্রেন্ড লিস্টের ‘জনাব অমুক’ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে... ওকে তো আমি চিনি না... এখন কি করব? আপনি কি সার্টিফাই করছেন?”
‘ইগ্নোর করো... ইগ্নোরর’
দুইদিন পরে আবার ইনবক্স, “ভাইয়া, আপনার ফ্রেন্ড লিস্টের ‘জনাব অমুক’ আমাকে পোক করছে সমানে... ওকে তো আমি চিনি না... এখন কি করব? আপনি কি সার্টিফাই করছেন?”
দিলাম ‘জনাব অমুক’ কে ইনবক্স... “ব্রাদার, ‘তমুক সিস্টার’ কে নাকি তুমি পরিচয় না দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ। ও তোমাকে মনেহয় ঠিকমতো চিনতে পারছে না... ভাল ভাবে পরিচয় তো দিবা তোমার” (ভদ্র ভাবে আর কি ই বা বলব?)
দুইদিন পর আবার ইনবক্স, “ভাইয়া, আপনার ফ্রেন্ড লিস্টের ‘জনাব অমুক’ আমাকে তার সিভি পাঠিয়েছে... ওকে তো আমি চিনি না... এখন কি করব? আপনি কি সার্টিফাই করছেন?”
এবার আমি রাগ করে ওকে বললাম, ‘বাপ তুমি ওকে জিজ্ঞেস করো যে কেনও সে তোমার সাথে এরকম করছে?’
দুইদিন পর আবার ইনবক্স, “ভাইয়া, আপনার ফ্রেন্ড লিস্টের ‘জনাব অমুক’ আমার মেসেজের উত্তর দিয়েছে... উনি বলতে চাচ্ছেন যে ‘যেহেতু আমি ও আপনার পোষ্টে কমেন্ট করি তাই যুক্তি তর্কের সময় সে যেন আমাকে ট্যাগ করে তর্ক করতে পারে সেই জন্য আমার ফ্রেন্ড হতে চাচ্ছেন... অন্য কিছু না’। এখন কি করব? আপনি কি সার্টিফাই করছেন?”
আমি বললাম, ‘তোদের দুইজনকেই ব্লক করলাম আমি... যাহ্... তর্কের ও ঝামেলা নাই... পোকা-পোকির ও ঝামেলা নাই... আর সার্টিফিকেট লেখার তো না ই ই’
*প্রায় প্রতিদিনই আমি এরকম ইনবক্স পাচ্ছি...
-অমুকদের বলছি... ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে কোনও সমস্যা নেই যদি আপনি সুন্দর ভাবে এপ্রচ করতে পারেন।
-তমুকদের বলছি... আমি কারও চরিত্রের সার্টিফিকেট দিতে পারলেও... নিয়তের সার্টিফিকেট দিতে পারব না... সুতরাং আপনারাই ফুল সিভি বিবেচনা করে যাচাই করে নিন :p
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 14 November 2012]
‘ইগ্নোর করো... ইগ্নোরর’
দুইদিন পরে আবার ইনবক্স, “ভাইয়া, আপনার ফ্রেন্ড লিস্টের ‘জনাব অমুক’ আমাকে পোক করছে সমানে... ওকে তো আমি চিনি না... এখন কি করব? আপনি কি সার্টিফাই করছেন?”
দিলাম ‘জনাব অমুক’ কে ইনবক্স... “ব্রাদার, ‘তমুক সিস্টার’ কে নাকি তুমি পরিচয় না দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ। ও তোমাকে মনেহয় ঠিকমতো চিনতে পারছে না... ভাল ভাবে পরিচয় তো দিবা তোমার” (ভদ্র ভাবে আর কি ই বা বলব?)
দুইদিন পর আবার ইনবক্স, “ভাইয়া, আপনার ফ্রেন্ড লিস্টের ‘জনাব অমুক’ আমাকে তার সিভি পাঠিয়েছে... ওকে তো আমি চিনি না... এখন কি করব? আপনি কি সার্টিফাই করছেন?”
এবার আমি রাগ করে ওকে বললাম, ‘বাপ তুমি ওকে জিজ্ঞেস করো যে কেনও সে তোমার সাথে এরকম করছে?’
দুইদিন পর আবার ইনবক্স, “ভাইয়া, আপনার ফ্রেন্ড লিস্টের ‘জনাব অমুক’ আমার মেসেজের উত্তর দিয়েছে... উনি বলতে চাচ্ছেন যে ‘যেহেতু আমি ও আপনার পোষ্টে কমেন্ট করি তাই যুক্তি তর্কের সময় সে যেন আমাকে ট্যাগ করে তর্ক করতে পারে সেই জন্য আমার ফ্রেন্ড হতে চাচ্ছেন... অন্য কিছু না’। এখন কি করব? আপনি কি সার্টিফাই করছেন?”
আমি বললাম, ‘তোদের দুইজনকেই ব্লক করলাম আমি... যাহ্... তর্কের ও ঝামেলা নাই... পোকা-পোকির ও ঝামেলা নাই... আর সার্টিফিকেট লেখার তো না ই ই’
*প্রায় প্রতিদিনই আমি এরকম ইনবক্স পাচ্ছি...
-অমুকদের বলছি... ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে কোনও সমস্যা নেই যদি আপনি সুন্দর ভাবে এপ্রচ করতে পারেন।
-তমুকদের বলছি... আমি কারও চরিত্রের সার্টিফিকেট দিতে পারলেও... নিয়তের সার্টিফিকেট দিতে পারব না... সুতরাং আপনারাই ফুল সিভি বিবেচনা করে যাচাই করে নিন :p
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 14 November 2012]
