ঠিকক তিন বছর আগের কথা… সময়টা ঠিক এরকমই হবে... ঘুমাচ্ছিলাম! হঠাৎ Bithi বীথি ডেকে বলল, ‘আরিফ, মনে হয় হাসপাতালে যাওয়ার টাইম হয়েছে... উঠো উঠো’। আমি ঘুমের ঘোরে ওপাশ ফিরেই উত্তর দিলাম ‘এটা কোনও টাইম হল হাসপাতালে যাওয়ার? নো হারি...সকালে দেখা যাবে... ঘুমাও ঘুমাও... কুইক কুইক’।
আমি মাথা চুলকাতে চুলকাতে আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ মনে হল, ‘আচ্ছা এটা ‘বেবি কামিং পেইন’ না তো’! বউয়ের লাথি খেয়ে না কি কারনে ঠিক মনে নেই, আমি ধড়ফড় করে বিছানায় উঠে বসলাম... দেখি, ও চুপ করে খাটের উপর মাথা নিচু করে বসে ব্যথায় কাঁদছে। আমি বললাম, ‘বীথি বল কি? আগে বলবা না? চলো চলো...কুইক কুইক... হারি আপ হানি’
গাড়িতে বীথি ব্যথায় কাঁদছিল। আমি উস্কখুস্কও চুলে, ফুলেল নাইট ড্রেস পড়ে... ঝড়ের বেগে গাড়ি উড়িয়ে টানছিলাম।
হঠাৎ মনে হল... একজন ‘হবু বাবার’ জন্য আসলেই এটা একটা ডিপ্লোম্যাটিক মুহূর্ত। কারন... এটা পৃথিবীর একমাত্র দিনন, যেদিন বউ কাঁদবে আর জামাই, ইয়ে মানে...মনে মনে, খুশি হয়ে আলহামদুলিল্লাহ্ বলবে (কিন্তু আবার ভিতরের এই গোপন খুশিটা প্রকাশ করা যাবে নাহ একদমম... মুখ চোখা করে খুশিটা ভিতরেই রাখতে হবে)। হিহি!
আলহামদুলিল্লাহ্ যে......চোখ, খুশিতেও পানি ফেলতে জানে... নাহলে খবরই ছিল সেদিন! :p
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]
আমি মাথা চুলকাতে চুলকাতে আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ মনে হল, ‘আচ্ছা এটা ‘বেবি কামিং পেইন’ না তো’! বউয়ের লাথি খেয়ে না কি কারনে ঠিক মনে নেই, আমি ধড়ফড় করে বিছানায় উঠে বসলাম... দেখি, ও চুপ করে খাটের উপর মাথা নিচু করে বসে ব্যথায় কাঁদছে। আমি বললাম, ‘বীথি বল কি? আগে বলবা না? চলো চলো...কুইক কুইক... হারি আপ হানি’
গাড়িতে বীথি ব্যথায় কাঁদছিল। আমি উস্কখুস্কও চুলে, ফুলেল নাইট ড্রেস পড়ে... ঝড়ের বেগে গাড়ি উড়িয়ে টানছিলাম।
হঠাৎ মনে হল... একজন ‘হবু বাবার’ জন্য আসলেই এটা একটা ডিপ্লোম্যাটিক মুহূর্ত। কারন... এটা পৃথিবীর একমাত্র দিনন, যেদিন বউ কাঁদবে আর জামাই, ইয়ে মানে...মনে মনে, খুশি হয়ে আলহামদুলিল্লাহ্ বলবে (কিন্তু আবার ভিতরের এই গোপন খুশিটা প্রকাশ করা যাবে নাহ একদমম... মুখ চোখা করে খুশিটা ভিতরেই রাখতে হবে)। হিহি!
আলহামদুলিল্লাহ্ যে......চোখ, খুশিতেও পানি ফেলতে জানে... নাহলে খবরই ছিল সেদিন! :p
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]
