আবুর নামকরণ

জীবনে এরকম ঘটনার সম্মুখিন কোনদিন হতে হবে ভাবিনি! আমার অফিসের ১৪ বছরের পুরনো পিওন এসেছে আমার সাথে দেখা করতে তার সদ্য জন্ম নেয়া মেয়ে বাচ্চা কে কোলে নিয়ে। আমাকে বলল, ‘স্যার আবুর একটা নাম ঠিক করে দেন’।

এরকম রিকোয়েস্ট যারা পাননি তারা কোনদিনই বুঝতে পারবেন না যে, ‘এই ধরনের আবদারের সম্মুখিন হলে বুকে কি রকম শান্তি-অশান্তি মিক্সড একটা ধাক্কা লাগে’। আমি কোনও ভাবেই ওদের এই আব্দার থেকে বের হতে পারলাম নাহ। আবুর মা তো পারলে কেঁদে দেয়।
 
পিতার আবার মাশাল্লাহ আব্দারের ক্যাটাগরিও আছে :p মেয়ে যেহেতু জন্ম নিয়েছে বৈশাখের আগের রাত্রে ঝড়ের মধ্যে। তাই, তার বাংলা নাম চাই। ‘বৈশাখের ঝড়ের মত চোঁখা’ কিন্তু ‘বাতাসের মত ঠাণ্ডা’ নাম তার চাই ই চাই... এক কথার মানুষ সে!!!

আমি বললাম কোনও নাম কি মাথায় আছে? থাকলে বলেন, গুছিয়ে দেই ওই নামটাই। মেয়ের বাবা বলল যে, যেহেতু বৈশাখের সাথে ‘শিলা বৃষ্টির’ মিল আছে তাই মেয়ের নানির শখ নাতনির নাম রাখবে ‘শিলা’ :p তবে এই বুড়ির মাথা খারাপ। আপনি একটা বাংলা নাম দেন স্যার!

আমি কাগজ কলম নিয়ে বসলাম; জিজ্ঞেস করলাম, আপনাদের দুইজনের পুরো নাম বলেন। ‘বাপ তার নাম বলল, জুম্মন মিয়া’... ‘মা তার নাম বলল মুসাম্মত ডালিয়া বেগম’ আর বড় ছেলের নাম নাকি ‘মিয়া মাসুদ’!

আমি কলমের মুক্ষা চিবাতে চিবাতে ভাবলাম... ‘ইয়া খুদা... এখন মিলাই কেমনে’

জুম্মন মিয়া মনে হয় বুঝতে পেরেছে আমার ব্যাপারটা। আমাকে বলল, ‘স্যার আপনি যে নাম দিবেন... সেই নাম ই সই... আপনি যদি মাইয়্যার নাম দেন “ইটা” ...তাইলেও ইটাই সই’

আমি বললাম, শুনেন... আমি একটা ডাক নাম দিচ্ছি, আপনারা আপাথত এই ডাক নামেই ডাকেন ওকে, পরে না হয় আপনাদের বংশের সাথে মিলায়ে ভাল নাম রেখে দিলেন। এখন আপনাদের বংশের নামের হিষ্ট্রি শোনার মত টাইম আমার নাই। ঠিক আছে? দুই জনই মাথা নাড়ালও যে, ঠিক আছে।

আমি বললাম, আপাতত ওকে ‘অধরা’ নামে ডাকতে পারেন।

“অধরা নামের মানে হল...” কথা শেষ হবার আগেই আবুর মা বোরখার ঘোমটা তুলে ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, ‘আলাহর কিড়া, আমি এমন নামই খুজতাসিলাম’

বাবা মেয়েকে মায়ের কোল থেকে নিজের কোলে নিয়ে, আমার কাছে এসে বলল, “স্যার ভাল নাম ও ফাইনাল করে ফেললাম, আইজ থেকে ওর ভাল নাম ‘অধরা বেগম’... বিয়ার আগে আগে মিসাম্মাত লাগায় দিমু।” আপনার কি মতামত স্যার??

আমি বললাম, তোমারা মিয়া ফ্যামিলি পোটলা পুটলি নিয়ে এখনই ভাগও। মিটিং এ লেট হয়ে যাচ্ছে।

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম