আমার বাসার; ঠিক ডান পাশে হলো, পারটেক্স গ্রুপের হাসেম সাহেবের বাসা... আর বাম পাশে হলো, ইত্তেফাক গ্রুপের মইনুল হোসেন সাহেবের বাসা। ডান পাশের জন গরু কিনেছে ‘সাড়ে ৪ লাখ টাকা’ দিয়ে আর বাম পাশের জন কিনেছে ‘পৌনে তিন লাখ টাকা’ দিয়ে। এই দুই নিযুতের গরুর মাঝখানে পরে, আমার অযুতের গরু পুরাই বিব্রত।
সকালে আমার বড় মেয়ে দেখলাম আমাকে বলছে, ‘বাবা আমাদের ছাগলটা কত কিউট না?’
আমি বললাম, “বাবা এটা ছাগল না, এটা আমাদের গরু”
আমাদের গরু মহাশয়ও হালকা দুবিধায় পরে গেছে। একটু আগে দেখলাম আমার মেয়ের হাতে সে, মাথা নিচু করে কাঁঠাল পাতা খাচ্ছে...
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]
সকালে আমার বড় মেয়ে দেখলাম আমাকে বলছে, ‘বাবা আমাদের ছাগলটা কত কিউট না?’
আমি বললাম, “বাবা এটা ছাগল না, এটা আমাদের গরু”
আমাদের গরু মহাশয়ও হালকা দুবিধায় পরে গেছে। একটু আগে দেখলাম আমার মেয়ের হাতে সে, মাথা নিচু করে কাঁঠাল পাতা খাচ্ছে...
[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]
