A circle has no beginning and ending point

সকালে মেয়েকে পড়াচ্ছি, “A circle has no beginning and ending point…”

মেয়ে কিছুতেই কিছু বুঝছে না... হা করে তাকিয়ে আছে।

হঠাৎ হাতের সামনে আজকের খবরের কাগজ পেলাম। ওখানে দেখি হাসি মুখে আমাদের "মাননীয় অর্থমন্ত্রী সাহেবব" ডঃ ইউনুস কে ধুচ্ছেন।
 
আমি আমার মেয়ে কে বললাম, “দেখ বাবা দেখ, এটা হল সার্কেল; দেখো দেখো... উনার মাথা, বডি সব কিছুই সার্কেলের মত। আর উনি যে কথা-বার্তা গুলো বলে সেগুলোর কোনওও পয়েন্ট নেই। সকালে ঘুম থেকে উঠে যা মনে আসে, বলে ফেলে... উনার প্রতিটা কোথাই পয়েন্টলেস। সুতরাং আজকে আমরা শিখলাম A circle has no point…

(এভাবে পড়ালে স্কুলে পাশ করবে কিনা জানি না... কিন্তু জীবন যুদ্ধে ঠিকই পাশ করবে; জানি!) :/

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম